চুম্বন করার সময় চোখ বন্ধ হয়ে যায় কেন? কারণ জানলে চমকে যাবেন

সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম উপায় হলো চুম্বন। দুটি মানুষকে কাছাকাছি আনে চুম্বন। আর এই চুম্বনের একটি বিশেষত্ব হলো দু’জন মানুষ যখন চুম্বনে লিপ্ত হন তখন তাদের দু’জনেরই চোখ বন্ধ হয়ে যায়। হয়তো আপনি সিনেমাতেও খেয়াল করে দেখে থাকবেন এই বিষয়টি। কিন্তু কেন? এর নেপথ্যে কী কারণ রয়েছে তা জানা আছে কি? আজ আমরা সেই বিষয়েই আলোচনা করবো এই প্রতিবেদনে।
এই বিষয়ে গবেষকরা জানিয়েছেন চুম্বন করার সময় মস্তিষ্কে ভালোলাগার অনুভূতি ছড়িয়ে পড়ে। যেহেতু মস্তিষ্ক একসাথে দুটো কাজ করতে পারে না, তাই দর্শনেন্দ্রিয়র তুলনায় স্পর্শজনিত বিষয়গুলিকে গুরুত্ব দেয় এবং চোখকে বন্ধ করার নির্দেশ দেয়। লন্ডন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও জানিয়েছেন দৃষ্টিশক্তি ও বোধশক্তি যদি অন্যদিকে ব্যস্ত থাকে তাহলে আমাদের সেন্সর অঙ্গগুলি ঠিকমতো গুরুত্ব দেয় না।
তাই চোখ খোলা রেখে চুম্বন করলে সার্বিক আনন্দ পাওয়া যায় না। আরও একটি অদ্ভুত বিষয় হলো জোর করে চুম্বন করলে চোখ খোলা থাকে। আসলে যে কোনো আনন্দদায়ক বিষয় উপভোগ করার সময় চোখের পেশীগুলি শিথিল হয়ে পড়ে। এছাড়া চুম্বনের সময় প্রিয়জনের গায়ের ঘ্রাণ দ্রুত মাথায় পৌঁছে যায়। তবে চোখ খোলা থাকলে মস্তিষ্ক এই অনুভূতি পায় না।
এখানেই শেষ নয়, চুম্বন করার সময় চোখ বন্ধ করলে ভালোবাসার মানুষের প্রতি আস্থা ও বিশ্বাসের বৃদ্ধি পায়। সঙ্গীর সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে এই বিষয়টি আরো বেশি প্রকট হয়ে ওঠে। হার্টকেও ভালো রাখতে সাহায্য করে এই অনুভূতি। চুম্বনের স্পর্শতে হৃদস্পন্দন অনেক বেশি দ্রুত হয় এবং যৌন উদ্দীপক হরমোন ক্ষরিত হয়। সেই ইচ্ছা থেকেও চোখ বন্ধ হয়ে আসে।