ট্রেনকে বাংলায় কী বলে? অধিকাংশ মানুষই ভুল উত্তর দিয়েছেন, আপনি জানেন তো?

ভারতের লাইফলাইন বলা হয় রেলকে। পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহত্তম এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম হল আমাদের দেশের রেল পরিষেবা। বস্তুত ভারতীয় রেল আমাদের গর্ব। ভারতীয় কম খরচে দীর্ঘ পথ অতিক্রম করে ভারতীয় রেল। মধ্যবিত্তের নাগালে হওয়ায় এই পরিষেবাটি মানুষের কাছে যথেষ্ট উপযোগী ও গুরুত্বপূর্ণ।
আমরা সহজেই এক জায়গা থেকে আরেক জায়গা যেতে গেলে ট্রেনকেই বেছে নিই। শুধু তাই নয়, এই রেল পরিষেবা ছড়িয়ে রয়েছে গোটা দেশ জুড়ে। কাশ্মীর থেকে কন্যাকুমারী যেতে গেলেও সহজেই ট্রেনের মাধ্যমে যাওয়া সম্ভব। তাই ভারতীয় যোগাযোগ ব্যবস্থায় রেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই রেল পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে প্রচুর কর্মী। রেল পরিষেবাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতি বছর রেলের তরফে নিয়োগ করা হয়।তাই ভারতীয়দের জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে রেল। তবে কি জানেন এই গুরুত্বপূর্ণ যানটির বাংলা অর্থ কী? খুব কম মানুষ এই বিষয়ে জানেন।
ট্রেন অথবা রেলগাড়ি শব্দ দু’টির ব্যবহারের জন্য এটির বাংলা নাম জানতে কেউ বিশেষ ওয়াকিবহাল নয়। ট্রেনের বাংলা হলো ‘লৌহপথগামিনী’ বা ‘লৌহশকট’। ট্রেন শব্দটি এসেছে ফরাসি শব্দ ট্রেনার থেকে। এছাড়া ট্রেন শব্দটি একটি গোটা নামের সংক্ষিপ্ত রূপ। ট্রেনের পুরো নাম ‘টুরিস্ট রেলওয়ে অ্যাসোসিয়েশন ইনক’।