Advertisements

বাংলার মসনদ দখলে হাড্ডাহাড্ডি লড়াই, মমতার হয়ে মুম্বাই থেকে বঙ্গপথে জয়া বচ্চন

Advertisements

বিধানসভা ভোট নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত বঙ্গ রাজনীতি একের পর এক তুরুপের তাস ফেলতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই নিজেদের সবথেকে বড় মহড়া মিঠুন চক্রবর্তীকে ভোটের ময়দানে নিয়ে এসেছে ভারতীয় জনতা পার্টি, আর এবার বড় চমক দিল তৃণমূল। তৃণমূলের হয়ে প্রচার করতে শহরে এলেন মেগা স্টার জয়া বচ্চন।

রবিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছালেন জয়া বচ্চন। জানা যাচ্ছে তৃণমূলের প্রচারের জন্য এসেছেন অভিনেত্রী। জয়াকে স্বাগত জানাতে এদিন এয়ারপোর্টে দেখা যায় ডেরেক ও’ব্রায়েন এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে। তৃণমূলের তরফ থেকে খবর, টানা তিনদিন প্রচারে অংশ নেবেন জয়া। এদিন এয়ারপোর্টের বাইরে শঙ্খ এবং উলুধ্বনি দিয়ে জয়কে স্বাগত জানানো হয়।

তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস এর সমর্থনে সোমবার থেকে পথে নামবেন জয়া। একই সঙ্গে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করবেন অমিতাভ পত্নী। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব চলতি বিধানসভা ভোটে তৃণমূলকে সমর্থন করার কথা জানিয়েছিলেন আর এবার সমাজবাদী পার্টির নেত্রী জয়ার আগমনে তা আক্ষরিকভাবে পূর্ণতা পেল।

তৃণমূলের তরফ থেকে প্রথম থেকেই স্লোগান উঠেছিল ‘বাংলা নিজের মেয়েকে চায়’, বিরোধীদল বিজেপিকে বহিরাগত বলে কোণঠাসা করা হলে বিজেপি বাংলা ছেলে মিঠুনকে সমর্থনে দাঁড় করিয়ে তৃণমূলকে পাল্টা চাল দিয়েছিল। আর এবার জয়াকে এনে নিজেদের পাল্লা ভারী করল তৃণমূল। বিধানসভা ভোটের রঙ্গমঞ্চে রাজনীতির পাশাপাশি তারকা বনাম তারকা লড়াই ইতিমধ্যেই জমে উঠেছে। এতদিন গেরুয়া শিবিরের প্রচারে মিঠুনের উপস্থিতিতে মানুষের ঢল নেমে এসেছিল দেখবার মতন, সেই কারণেই এবার তৃণমূল আরেক মেগাস্টার জয়া বচ্চন কে এনে দাবানলে খানিকটা বাতাস দিল বলা বাহুল্য।

Related Articles