Advertisements

রাজ্যবাসীর জন্য স্বস্তির নিঃশ্বাস, কয়েক ঘণ্টার মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি

Advertisements

শহরের মেঘলা আকাশের আনাগোনা দেখা দিলেও ভ্যাপসা গরমে জেরবার হচ্ছিল শহরবাসী। এবার তাদের জন্য এল স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সম্প্রতি বৃষ্টির পূর্বাভাস এলো। সকাল থেকেই আজ মুখ ভার ছিল আকাশের, আবহাওয়া দপ্তর সূত্রে খবর অনুযায়ী কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টিতে ভাসতে পারে বঙ্গের বেশ কয়েকটি জেলা।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত কোথাও ভারী বৃষ্টি হয়নি। তবে ইতিমধ্যে ভোরে কোনো কোনো জেলায় ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে তার সাথে ঝড়ো হাওয়া বইতে দেখা গেছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পড়ার সম্ভবনা প্রবল। কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে সেই সংক্রান্ত ধারনাও দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে।

বলা হয়েছে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস থেকে আগেই জানানো হয়েছিল যে ঝাড়খণ্ডের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর এর জেরেই শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতি শুক্রবার রোদের দেখা মিললেও শনিবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা। আর তাই সম্ভবনা সত্যি হওয়ার চান্সই বেশি। তবে ঝড়বৃষ্টির জেরে স্বস্তি কতটা ফিরবে তা নিয়ে প্রশ্ন জাগছে কারন বলা হচ্ছে ঝড় বৃষ্টি হলেও জ্বলীয় বাষ্পের আধিক্য অস্বস্তি বাড়াবে বই কমাবে না। তবে আর কি যারা এখন বাড়ি থেকে বেরোনোর কথা ভাবছেন তারা ছাতাকে সঙ্গী করে নিন।

Related Articles