কখন মেয়েরা নিজেদের ইচ্ছেমতো জামা খুলে দেয়? ৯০% লোকজন উত্তর দিতে ব্যর্থ হয়েছেন

Advertisement

ইন্টারভিউ প্রশ্ন: চাঁদে অবতরণকারী প্রথম প্রাণী কোনটি? ছাত্র-ছাত্রীরা পড়াশোনা চলাকালীন অনেক পরীক্ষারই মুখোমুখি হন। সেইসব পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে সেইসব পরীক্ষার থেকে চাকরির পরীক্ষা একটু আলাদা। কারণ চাকরির পরীক্ষায় সব ধরনের সিলেবাস থেকে প্রশ্ন করা হয়। এর পাশাপাশি ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়। যে প্রশ্নের উত্তর দিতে রীতিমতো বেগ পেতে হয় চাকরি প্রার্থীদের।

Advertisements

মূলত, চাকরির পরীক্ষায় দুটি পার্টে প্রার্থীদের পরীক্ষা দিতে হয়। একটি লিখিত এবং একটি ইন্টারভিউ। অনেকেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু ইন্টারভিউ পার্টে ব্যর্থ হন। এই ইন্টারভিউ পার্টে প্রার্থীদের বুদ্ধির যাচাই করন করার জন্য সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইতিহাস থেকে প্রশ্ন করা হয়। এর পাশাপাশি কিছু বিভ্রান্তিকর প্রশ্ন করা হয়। যার উত্তর ঠান্ডা মাথায় দিতে হয় প্রার্থীদের।

Advertisements

এই প্রতিবেদনে সেরকমই কিছু প্রশ্ন আলোচনা করা হয়েছে। যার সাথে রয়েছে উত্তরও। তাই চলুন সময় নষ্ট না করে সেই প্রশ্ন সহ উত্তরগুলি চোখ বুলিয়ে নেওয়া যাক। যা ইন্টারভিউয়ের জন্য বেশ উপযোগী।

১) প্রশ্ন- টেলিগ্রামের প্রতিষ্ঠাতা কে?
উত্তর- পাভেল দুরভ।
২) প্রশ্ন- URL-এর সম্পূর্ণ নাম কি?
উত্তর- ইউনিফর্ম রিসোর্স লোকেটর।
৩) প্রশ্ন- কোন সাগরে বিখ্যাত জাহাজ টাইটানিক ডুবে গিয়েছিল?
উত্তর- উত্তর আটলান্টিক মহাসাগরে।
৪) প্রশ্ন- কোন সাগরে কোকো দ্বীপপুঞ্জ অবস্থিত?
উত্তর- বঙ্গোপসাগর।
৫) প্রশ্ন- সৌরজগতের কোন গ্রহকে ‘মর্নিং স্টার’ বলা হয়?
উত্তর- শুক্র।
৬) প্রশ্ন- সারা বিশ্বজুড়ে কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?
উত্তর- ৫ই জুন।
৭) প্রশ্ন- ভারতের কোন শহরকে ‘মুক্তার শহর’ বা ‘পার্ল সিটি’ বলা হয়?
উত্তর- হায়দ্রাবাদ।
৮) প্রশ্ন- ভারতের কে প্রথম অলিম্পিকের স্বর্ণপদক জয় করেছিলেন?
উত্তর- অভিনব ব্রিন্দা।
৯) প্রশ্ন- গ্যাম্বিট এবং স্ট্যালেমেট শব্দ দুটি কোন খেলার সাথে যুক্ত?
উত্তর- দাবা।
১০) প্রশ্ন- বিখ্যাত নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-কে রচনা করেছিলেন?
উত্তর- উইলিয়াম শেক্সপিয়ার।
১১) প্রশ্ন- কোন প্রণালী মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে?
উত্তর- ফ্লোরিডা।
১২) প্রশ্ন- ‘ভারতীয় নেপোলিয়ন’ নামে কে পরিচিত ছিলেন?
উত্তর- সমুদ্রগুপ্ত।
১৩) প্রশ্ন- ভারতীয় গণিতের রাজপুত্র কাকে বলা হয়?
উত্তর- শ্রীনিবাস রামানুজনকে।
১৪) প্রশ্ন- মেয়েরা কখন নিজের সমস্ত জামা কাপড় ইচ্ছামতো খুলে ফেলে?
উত্তর- স্নান করার সময়। (বিভ্রান্তিকর প্রশ্ন)।
১৫) প্রশ্ন- চাঁদে অবতরণকারী প্রথম প্রাণী কোনটি?
উত্তর- লাইকা নামের একটি কুকুর।

Related Articles