whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

সুখবর, করোনায় আক্রান্ত হয়ে সুস্থ্য হলেন ১০৩ বছরের বৃদ্ধা! শেখালেন বাঁচার উপায়

বয়স ২০ বা ৮০ যায় হোকনা কেন, জীবনে চলার পথে মনের জোর সব চেয়ে বড় শক্তি। এই শক্তির জোরেই মানুষ মৃত্যুকেও হার মানাতে পারে তার জীবন্ত উদাহরণ ঝ্যাং গুয়াঙ্গফেন। বর্তমানে…

Published By: Web Desk | Updated:
Advertisements

বয়স ২০ বা ৮০ যায় হোকনা কেন, জীবনে চলার পথে মনের জোর সব চেয়ে বড় শক্তি। এই শক্তির জোরেই মানুষ মৃত্যুকেও হার মানাতে পারে তার জীবন্ত উদাহরণ ঝ্যাং গুয়াঙ্গফেন। বর্তমানে করোনার ভয়ে কাঁপছে গোটা বিশ্ব। ঠিক এইসময় এক বৃদ্ধার মনের জোর হার মানিয়েছে কম বয়সের তরুণ প্রজন্ম কে।

আপনার জন্য নির্বাচিত

উহানের বাসিন্দা ঝ্যাং গুয়াঙ্গফেনের বয়স ১০৩ বছর। উহানে ঝড়ের গতিতে বাড়ছে করোনা। মৃত্যুপুরীতে পরিনত হয় উহান। সেখানকার অন্যান্য বাসিন্দাদের মত তিনিও আক্রান্ত হন করোনায়, কিন্তু তার অদম্য মনের জোর হারিয়ে দিয়েছে এই মারণ ভাইরাসকে। মাত্র ছয় দিন লড়াই করেই তিনি মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরে আসেন। ঝ্যাং গুয়াঙ্গফেনের চিকিৎসক জানিয়েছেন , ঝ্যাংয়ের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অসামান্য, ব্রঙ্কাইটিসের সমস্যা ছাড়া আর কোনো রোগ ছিল না তাঁর শরীরে।

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ঝ্যাং গুয়াঙ্গফেন মানুষের মনে করোনার ভয়কে জয় করে আবার স্বাভাবিক সুস্থ্য জীবনে ফিরে আসার আশা জাগিয়েছেন।