মাত্র ১ লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১৬৫.০২ টাকায়! জানুন কোথায়

মানব সভ্যতার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস গুলির মধ্যে পেট্রোলের ভূমিকা অপরিহার্য। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওপর নির্ভর করে সব দেশের বাজারে জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত ওঠা-নামা করে। বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলে উৎপাদন করে Saudi Aramco নামের এক সংস্থা। বর্তমানে তারা আরো বেশি করে অপরিশোধিত তেল উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে অপরিশোধিত তেল উৎপাদন ও তা বিক্রির দাম নিয়ে রাশিয়া ও সৌদি আরবের মধ্যে তেল যুদ্ধের অবস্থা। যার ফলে তিন দশকের রেকর্ড ভেঙে দাম কমেছে তেলের। কিন্তু তেলের তেলের দাম এত কম হওয়া সত্ত্বেও বিশ্বে এমন পাঁচটি দেশ রয়েছে যে দেশগুলিতে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে পেট্রোল। জেনেনিন সেই দেশগুলির নাম-
সেরা পাঁচের তালিকায় প্রথমে রয়েছে হংকং। এইদেশে প্রতি লিটার পেট্রোলের মূল্য- ১৬৫.০২ টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে মোনাকো। এইদেশে প্রতি লিটার পেট্রোলের মূল্য- ১৪৫.০২ টাকা।
তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাব্লিক। এখানে প্রতি লিটার পেট্রোলের মূল্য- ১৪১.৪৪ টাকা।
চতুর্থ স্থানে রয়েছে নেদারল্যান্ডস। এখানে প্রতি লিটার পেট্রোলের মূল্য- ১৩৮.৮৮ টাকা।
পঞ্চম স্থানে রয়েছে আইসল্যান্ড। এখানে প্রতি লিটার পেট্রোলের মূল্য ১৩৩.০৭ টাকা।