আন্তর্জাতিকনিউজ

আটলান্টিক মহাসাগর থেকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় ‘নানা’, জারি চরম সতর্কতা

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, আটলান্টিক সাগর থেকে এই মারাত্মক ঝড় স্থলভাগের দিকে দিয়ে আসছে।

Advertisement
Advertisement

ফের ধেয়ে আসছে হ্যারিকেন। খুব শীঘ্রই আছড়ে পড়তে চলেছে স্থলভাগের দিকে। এই হ্যারিকেনের নাম ‘নানা।’ মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, আটলান্টিক সাগর থেকে এই মারাত্মক ঝড় স্থলভাগের দিকে দিয়ে আসছে। ইতিমধ্যেই আমেরিকার জাতীয় হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। এই ঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় ৭৫ কিমি। পরে আরও বাড়তে পারে।

আটলান্টিক মহাসাগরের ওপর এই বছরের পঞ্চম ঝড় তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে একই বছরে এতগুলি তীব্র ঝড়ের প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে। এই ঝড়ের ক্ষেত্রে সবচেয়ে বড় বিপদ হল উপকূল শহরে‘‌হড়পা বান’‌ হতে পারে। সমুদ্রের জলস্তর আরও অনেকটা উঠে আসতে পারে। ফলে দুর্বল বাড়ির ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মধ্য আমেরিকার প্রদেশ Belize–এ এই ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে তাই ওই এলাকাতে জারি করা হয়েছে চরম সতর্কতা। লক্ষ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রাখার কথা বলা হয়েছে।

Related Articles