নিউজদেশ

ভারতীয় রেলের প্রচুর পদে কয়েক হাজার কর্মী নিয়োগ, এভাবে করুন আবেদন

সময়ের সাথে সাথে চাকরিপ্রার্থীদের জন্য প্রতিযোগিতা ক্রমাগত বেড়েই চলেছে। তবে এবার তাদের জন্য সুসংবাদ। কারণ, ভারতীয় রেলের তরফ থেকে প্রচুর সংখ্যায় কর্মসংস্থানের সুযোগ আনা হয়েছে। আরো একবার শিক্ষানবিশ পদে চাকরি দেওয়া হবে বলে জানা গিয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলওয়ে থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই তারা প্রায় সাড়ে চার হাজার পদে নিয়োগ করবে। চলতি বছরের জানুয়ারী মাস থেকে শুরু হতে পারে আবেদনপত্র গ্রহণ। এই বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে যেসব পদ খালি রয়েছে সেগুলি হলো এসি মেকানিক, কারপেন্টার, ইলেকট্রিশিয়ান, মেকানিক এবং পেন্টার প্রভৃতি।

এই পদের জন্য আগামী ২৯শে জানুয়ারী পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট scr.indianrailways.gov.in এ যেতে হবে। জানা গিয়েছে, আবেদন করার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৫ হতে হবে এবং সর্বোচ্চ বয়স নির্ধারিত হয়েছে ২৪।

যদিও যারা সংরক্ষণ জাতি বা উপজাতির মধ্যে রয়েছেন তাদের বয়সের সীমা কিছুটা বাড়ানো হয়েছে। রেলের তরফ থেকে মাঝেমধ্যেই এই শিক্ষানবিশ পদের জন্য কর্মসংস্থানের সুযোগ করা হয়।