নিউজরাজ্য

মাসিক বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু, রাজ্যে ইন্ডিয়ান ওয়েলে স্টাফ নিয়োগ

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কারণ, ‘ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন’এর তরফ থেকে একগুচ্ছ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। আসুন তাহলে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পদের নাম: Junior Engineering Assistant (Production)
পোস্ট কোড: 201
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Chemical/ Refinery/Petrochemical’ এ Diploma করা থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: Junior Engineering Assistant (P&U)
পোস্ট কোড: 202
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Madhyamik/ ITI সহ Mechanical/ Electric Engineering Diploma করা থাকতে হবে।

পদের নাম: Junior Engineering Assistant (Technical), Technical Assistant (Mechanical/Instrumentation)
পোস্ট কোড: 203, 204, 205
শিক্ষাগত যোগ্যতা: Mechanical/ Instrumentation/Electrical Engineering’ এ 3 বছরের ডিপ্লোমা।

পদের নাম: Junior Quality Control Analyst
পোস্ট কোড: 206
শিক্ষাগত যোগ্যতা: Physics-Chemistry/Industrial Chemistry-Maths নিয়ে গ্র‍্যাজুয়েশন ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি: Written, Skill, Proficiency Physical Test

বেতন: 25,000-1,05000/-

বয়স: 18 থেকে 26 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি: প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার পর ডক্যুমেন্টস আপলোড করতে হবে।

আবেদন ফি: General, OBC, EWS প্রার্থীদের জন্য 150 টাকা। SC, ST, PWD প্রার্থীদের ফি লাগবে না।

নিয়োগ স্থান: আসাম, বিহার, হরিয়ানা, হলদিয়া, ওড়িশা, গুজরাট, উত্তরপ্রদেশ।

আবেদনের তারিখ: 1 লা মার্চ থেকে 20শে মার্চ, 2023