চাকরি প্রার্থীদের জন্য সুখবর! কারণ, ইন্ডিয়ান আর্মিতে মাধ্যমিক পাশেই মিলবে চাকরি। সম্প্রতি তারই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতবর্ষের যে কোনো রাজ্যের প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। আসুন তাহলে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
পদের নাম: Indian Army HQ22 Group C
যে সমস্ত পদে নিয়োগ করা হবে: MTS (Safaiwala 28, Massenger 3), Mess Waiter 22, Barber 9, Washerman 11, Masalchi 11, Cook 51)
মোট শূন্যপদ- 135
বেতন: 18,000-63,200/-
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ-সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা।
বয়স: 18-25 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করে সেটি যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর সেটিকে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: 3রা মার্চ, 2023
আবেদন পাঠানোর ঠিকানা: Group Of Commander, Hq 22 Movement Control Group, Pin 900328, C/O 99 Apo
নিয়োগ পদ্ধতি: লিখিত, প্র্যাক্টিক্যাল পরীক্ষা ও ট্রেড পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থান- পশ্চিমবঙ্গ, আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।