সংকটের আবহে স্বস্তির খবর, করোনা যুদ্ধে আশার আলো দেখছে দেশ

অন্ধকারে আশার আলো দেখালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের করোনা রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৩ লক্ষের উপরে, তবে মঙ্গলবারের রিপোর্টে সেই সংখ্যা খানিকটা হলেও কমেছে, যার ফলে আশার আলো দেখছে দেশ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া রিপোর্ট অনুযায়ী মঙ্গলবারে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২৪ হাজার ১৪৪ জন। যেখানে সোমবার সংখ্যাটা ছিলো ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১ জন। গতকালের আগে সংখ্যাটা ছিলো আরো বেশি। তাই পরিসংখ্যান হিসেবে দেখলে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় সংক্রমনের সংখ্যা খানিকটা কম।
যদিও আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যু-মিছিল অব্যাহত। প্রতিদিনই মৃতের সংখ্যা হুহু করে বেড়ে চলেছে। পরিসংখ্যান অনুযায়ী প্রাণহানীর সংখ্যা বেড়েই চলেছে। রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২৭৭১ জন, যা তুলনামূলক ভাবে ঊর্ধ্বমুখী।
আক্রান্তের সংখ্যা সাথে বাড়ছে সুস্থতার সংখ্যাও, গত ২৪ ঘন্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ৮২৭ জন। দেশে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৩৬ হাজার ৩০৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৪৫ লক্ষ ৫৬ হাজার ২০৯ জন। মোট প্রাণহানির সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪। দেশে অ্যাক্টিভ কেসের পরিসংখ্যান ২৮ লক্ষ ৮২ হাজার ২০৪ টি, যা এই মুহূর্তে সবথেকে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে।