India Post Recruitment: মাধ্যমিক পাশেই আবেদন, পোস্ট অফিসে মিলবে চাকরি! জানুন খুঁটিনাটি

করোনা পরিস্থিতিকালে এই অকাল চাকরির বাজারে এলো সুখবর। ডাক বিভাগের পক্ষ থেকে জারি হল নতুন বিজ্ঞপ্তি। এলো ডাক বিভাগে চাকরির সুযোগ। শুধুমাত্র মাধ্যমিক পাশেই মিলবে এই চাকরি। চলুন তবে দেখে নেওয়া যাক এর বিস্তারিত তথ্য।
পদের নাম- স্টাফ কার ড্রাইভার
শূন্যপদ- মোট 29 টি। এর মধ্যে General 15 টি, SC 3 টি, ST 3 টি, OBC 8টি।
এছাড়াও স্টাফ কার ড্রাইভার এর জন্য মোট শূন্যপদ 17 টি, যা মেল মোটরস সার্ভিস ডিপার্টমেন্টের অধীনে রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও লাইট অ্যান্ড হ্যেভি মোটর ভেকেলসের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও অন্ততপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি- আবেদন করার জন্য ডাক বিভাগের নিজস্ব ওয়েবসাইট “indiapost.gov.in” -এ গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। এছাড়াও অফলাইনেও দরখাস্তের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথি হিসেবে জমা দিতে হবে জন্ম প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্র।
নির্বাচন পদ্ধতি- অভিজ্ঞতা ও স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদনের শেষ তারিখ-
স্টাফ কার ড্রাইভার পদে আবেদন করার শেষদিন 15 ই মার্চ 2022।
মেল মোটরস সার্ভিস ডিপার্টমেন্টের অধীনে স্টাফ কার ড্রাইভার পদে আবেদন করার শেষদিন 10 ই মার্চ 2022।
এছাড়াও বিস্তারিত তথ্য জানতে “indiapost.gov.in” এই ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। উক্ত শেষ দিনের আগেই আবেদনপত্র জমা দিন।