সম্প্রতি এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমন একটি স্কিম আনা হয়েছে যার মাধ্যমে গ্রাহকেরা পেয়ে যাবেন ৭২ হাজার টাকা। বর্তমান সময়ে অর্থ উপার্জন এবং সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগের দিকটিকেও গুরুত্ব দিচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে যারা বেসরকারি অফিসে চাকুরীরত রয়েছেন তারা এই দিকটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
কারণ, তারা তাদের চাকরিক্ষেত্রে একটা অনিশ্চয়তা রয়ে যায়। এসব বিভিন্ন দিকগুলোকে মাথায় রেখে সরকারের তরফ থেকে একটি স্কিমের কথা ঘোষণা করা হয়েছে। যেটির নাম ‘প্রধানমন্ত্রী ব্যয় বন্দনা যোজনা’। যেখানে এককালীন ৯ লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনাকে বার্ষিক ৭২ হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। আসলে এলআইসি এই স্কিমে ৭.৪০ শতাংশ বার্ষিক সুদ দেয়।
এছাড়া অর্ধ-বার্ষিক পেনশন নিতে চাইলে প্রতি ৬ মাস অন্তর আপনাকে ৩৬ হাজার টাকা করে দেওয়া হবে। শুধু তাই নয় মাসিক পেনশন দেওয়ার বিকল্পও রয়েছে। সেক্ষেত্রে ৬ হাজার টাকা পেনশন দেওয়া হবে প্রতি মাসে। এই যোজনার আওতায় কিছু মানুষকে সামাজিক নিরাপত্তা দেওয়া হবে। যেটা নিয়ে এসেছে এলআইসি এবং কেন্দ্রীয় সরকার।
তবে জেনে রাখা ভালো ৬০ বছর বা তার বেশি বয়সের মানুষেরা এটার জন্য আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বিনিয়োগ করা যাবে ১৫ লক্ষ টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে টাকা আপনি বিনিয়োগ করবেন সেটাই আপনাকে এলআইসি ফেরত দেবে। তবে তার জন্য সময় লাগবে ১০ বছর। পেনশন পাওয়ার জন্য নির্দিষ্ট একটি সময়সীমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মাঝখানে যদি আপনি পলিসি তুলে নিতে চান তাহলে যত টাকা বিনিয়োগ করেছেন তাই ফেরত দেওয়া হবে।