দেশনিউজ

মাত্র ১ ঘণ্টায় কমপ্লিট ৪৬ রকমের সুস্বাদু রান্না, বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় কন্যা

Advertisement
Advertisement

তামিলনাড়ুর বালিকা এস এন লক্ষ্মী সাই শ্রী ১ ঘন্টারও কম সময়ে ৪৬ টি পদ রান্না করে তাক লাগিয়ে দিলেন বিশ্ববাসীকে। মঙ্গলবার চেন্নাইতে ৫৮ মিনিটে ৪৬ টি পদ রান্না করে ইউনেসকো বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠলো এস এন লক্ষ্মী সাই শ্রীর।

বিশ্বরেকর্ড করার পর এ এন আইকে দেওয়া একটি সাক্ষাৎকারে লক্ষ্মী জানায়, সে সব রান্নাগুলিই মায়ের কাছ থেকে শিখেছে। মাইলস্টোন ছুঁতে পারার সমস্ত কৃতিত্বই সে মাকে দেবে। ছোটোবেলা থেকেই মায়ের রান্নার প্রতি তার আগ্রহ।

লক্ষ্মীর মা জানান, লকডাউনে সে মায়ের প্রতিটি রান্না মন দিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতো। শেখার চেষ্টা করতো খুঁটিনাটি আর কায়দাকৌশলও। সেই সময় তার রান্নার প্রতি আগ্রহ দেখে বিশ্বরেকর্ড গড়ার জন্য লক্ষ্মীকে প্রস্তুত করার কথা ভাবেন তার বাবা মা।

এর আগে বিশ্বরেকর্ড দখলে ছিলো কেরলের ১০ বছরের মেয়ে সানভির। ৩৩ রকমের পদ রান্না করেছিল সে। এটা জানার পর থেকেই লক্ষ্মীর পরিবার চাইতো, লক্ষ্মী সেই রের্কড ভাঙার পথে প্রচেষ্টা করুক। অবশেষে মঙ্গলবার সাফল্যের শিখর ছুঁলো লক্ষ্মী।

Related Articles