আন্তর্জাতিকনিউজ

চীনকে চাপে ফেলতে এবার তাইওয়ানের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তির পথে ভারত!

তাইওয়ানও অনেক দিন ধরেই ভারতের সাথে বাণিজ্যিক চুক্তি গড়ে তোলার চেষ্টা চালাচ্ছিল।

Advertisement
Advertisement

চীনের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক বেশ ভালোই ছিল। আর তাই এই সম্পর্ক যাতে অবনতি না হয় তাই এতদিন পর্যন্ত তাইওয়ানের সাথে কোনও বাণিজ্যচুক্তি করেনি ভারত। তবে এখন ভারতের সাথে চীনের সম্পর্ক ভালো নেই,আর তাই সম্ভবত তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন শুরু করার পথেই হাঁটছে মোদী সরকার। আর ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করতে আগ্রহী তাইওয়ান৷

তাইওয়ানও অনেক দিন ধরেই ভারতের সাথে বাণিজ্যিক চুক্তি গড়ে তোলার চেষ্টা চালাচ্ছিল। তবে বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্কে অবনতির পাশাপাশি তাইওয়ানের সঙ্গেও সংঘাতে পৌঁছেছে চীন। তাই এই অবস্থায় চীনকে চাপে ফেলার জন্য ভারত তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে। এখন তথ্যপ্রযুক্তি এবং বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদনে বিপুল পরিমাণ বিনিয়োগ টানতে চাইছে ভারত। আর তাই তাইওয়ানের সাথে চুক্তি করতে চাইছে ভারত।

তাইওয়ান চীনের চাপে এতদিন পর্যন্ত কোনো দেশের সাথে বাণিজ্যিক চুক্তি করতে পারেনি। তবে ভারতের সাথে এই সম্পর্কের ফলে তাইওয়ান আরও মজবুত হবে বলে আশা করা যায়। তবে কবে ভারতের সাথে এই বাণিজ্যিক চুক্তি হতে পারে বা আলোচনা শুরু হতে পারে সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷

Related Articles