নিউজদেশ

দীপাবলির আগেই বাম্পার অফার নিয়ে হাজির সরকার! রেশন কার্ড থাকলেই মিলবে ফ্রিতে রান্নার গ্যাস

অন্তোদয় রেশন কার্ডধারীরাই বিনামূল্যে সিলিন্ডারের সুবিধা ভোগ করতে পারবেন

ক্রমাগত গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধিতে রীতিমতো মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। যদিও ‘উজ্জ্বলা’ প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছিল,তবে সেটা শুধুমাত্র একবারের জন্য। এরপর যত সিলিন্ডারের দাম বাড়তে শুরু করেছে ততই যেন সাধারণ মানুষেরা রান্নার পুরনো পদ্ধতিতেই ফিরে গিয়েছেন।

এই পরিস্থিতিতে উত্তরাখণ্ড সরকার নতুন একটি পদক্ষেপ নিয়েছে। কারণ,এই সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের রেশন কার্ডধারীদের বছরে তিনটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। তবে শুধুমাত্র অন্তোদয় রেশন কার্ডধারীরাই বিনামূল্যে সিলিন্ডারের সুবিধা ভোগ করতে পারবেন। অন্যদিকে উত্তরাখণ্ড সরকার সূত্রে জানা গিয়েছে এই নতুন প্রকল্পের আওতায় লাভবান হতে চলেছেন এই রাজ্যের দু’লক্ষের বেশি মানুষ। আর বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য উত্তরাখণ্ড সরকারের খরচ হয়েছে ৫৫ কোটি টাকা।

আসুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে এই সুবিধা পাওয়া যাবেঃ

১. প্রথমত এই সুবিধা ভোগ করতে গেলে অবশ্যই উপভোক্তাকে উত্তরাখণ্ডের বাসিন্দা হতে হবে।

২. যারা অন্তোদয় রেশন কার্ডধারী রয়েছেন তারাই এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের সুবিধা পাবেন।

৩. যিনি উপভোক্তা রয়েছেন তার রেশন কার্ডের সাথে গ্যাসের কানেকশন যুক্ত করতে হবে।

৪. এই প্রকল্পের আওতায় উপভোক্তাকে বছরে তিনটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে প্রদান করা হবে।

৫. ইংরেজি অর্থবর্ষের হিসেবে প্রথম সিলিন্ডারটি এপ্রিল-জুলাই,দ্বিতীয়টি আগস্ট-নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর-মার্চের মধ্যে দেওয়া হবে।