নিউজদেশ

রেশন কার্ড থাকলেই মাত্র ৫০০ টাকায় পাবেন গ্যাস সিলিন্ডার! বড় ঘোষণা সরকারের

সাধারণের রান্নার হেঁসেলে যখন লেগেছে আগুন, যখন রান্নার গ্যাসের দাম ছাড়িয়েছে হাজারের ঘর। তখন জনসাধারণের জন্য নিয়ে আসা হলে এমন একটি সুযোগ যার ফলে মাত্র ৫০০ টাকা ষতেই মিলবে রান্নার গ্যাস। আর এই খবর সামনে আসতেই রীতিমতো হাসি ফুটেছে আমজনতার। তবে কি করে পাবেন ৫০০ টাকায় রান্নার গ্যাস, কারা পাবেন এসব বিস্তারিত তথ্য নিয়েই আজকের আমাদের প্রতিবেদন।

আপনি যদি একজন রেশন কার্ডধারী হয়ে থাকেন তবে এই সুযোগ ভোগ করতে পারবেন আপনিও। তবে এর জন্য আপনাকে রেশন কার্ডে বিপিএল তালিকাভুক্ত হতে হবে। যে সমস্ত ব্যক্তিদের বিপিএল রেশন কার্ড রয়েছে তারা মাত্র ৫০০ টাকাতেই কিনতে পারবেন রান্নার গ্যাস। এই উজ্জ্বল যোজনা অধীনে বছরে ১২ টি গ্যাসের সুবিধা পাবেন তারা।

বছর শুরুতেই এমন দারুন খবর শুনে রীতিমত খুশি সকলেই। শীঘ্রই শুরু হবে এই নিয়ম। শোনা যাচ্ছে, নতুন বছরে এপ্রিল মাসের মধ্যেই শুরু হয়ে যাবে এই নয়া নিয়ম। তবে মনে রাখবেন, এই সুবিধা শুধুমাত্র রাজস্থান বাসীরায় উপভোগ করতে পারবেন। কারণ এই ব্যবস্থা চালু করেছেন রাজস্থান সরকার, তাদের রাজ্যবসীদের জন্য। ভোটের আগে মানুষের মন জয় করতে রাজস্থান সরকারের এই নয়া জনমুখী প্রকল্প উজ্জ্বল যোজনা।

তবে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ভোটের আগে এই নয়া প্রকল্প সাধারণ মানুষের জন্য শুরু করলেও এই নিয়ম শুধুমাত্র রান্নার গ্যাসের ক্ষেত্রে কার্যকরী হবে। বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হবে না। প্রসঙ্গত জেনে নেওয়া যাক দেশের চারটি বড় রাজ্যে গ্যাসের দাম। দিল্লিতে রান্নার গ্যাসের দাম ১০৫৩ টাকা, অন্যদিকে মুম্বাইয়ে রান্নার গ্যাসের দাম ১০৫২.৫ টাকা, চেন্নাইয়ে ১০৬৮ টাকা এবং কলকাতাতে ১০৭৯ টাকা।