দেশনিউজ

সরকারি ঘোষণা, রেশন কার্ড থাকলেই মিলবে ২৫০০ টাকা

Advertisement
Advertisement

এবার রেশন কার্ডধারীদের জন্য নতুন সুখবর। উৎসবের মরশুমে বড়সড় ঘোষণা করলো তামিলনাড়ু সরকার। করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমজনতার জীবন জীবিকা। সেই কথা মাথায় রেখে রেশন কার্ড হোল্ডারদের বিশেষ সুবিধা দেওয়ার পাশাপাশি তাদের জন্য শনিবার নগদ অর্থ দেওয়ার কথা ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপাড্ডি কে পালানিস্বামী।

সামনের ১৪ জানুয়ারী পোঙ্গাল উৎসবের কথা মাথায় রেখে রেশন কার্ডে সস্তায় চিনি কেনার সুযোগ দিয়েছে তামিলনাড়ু সরকার। সরকারী কর্মকর্তাদের মতে এই বিশেষ পোঙ্গাল উৎসব প্যাকেজ থেকে প্রায় ২৬ মিলিয়ন রাজ্যবাসী উপকৃত হবেন।

বিশেষ সুবিধার এই তালিকায় এবার নতুন সংযোজন নগদ ২৫০০ টাকার অর্থ সাহায্য এবং সেই সাথে এক কেজি করে চাল, চিনি ও একটি আখ বিনামূল্যে। গত বছর নগদ অর্থ সাহায্যের পরিমাণ ১৫০০ থাকলেও এবার তা বৃদ্ধি করে দেয় তামিলনাড়ু সরকার।

প্রসঙ্গত, সামনেই তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। তার আগে আম জনতার মন পেতে সচেষ্ট সরকার ও বিরোধী দুই পক্ষই। এবার এআইএডিএমকে ও ডিএমকে জয়ললিতা এবং করুণানিধিকে ছাড়াই ভোট যুদ্ধে। তাই নির্বাচনী যুদ্ধ শুরুর আগেই কল্পতরু ক্ষমতাসীন দল।

Related Articles