নিউজদেশ

মাত্র ২০ টাকার বিনিয়োগে পাবেন ২ লক্ষ টাকা! জনসাধারণের সুবিধার্থে অবিশ্বাস্য প্রকল্প কেন্দ্র সরকারের

সরকারের পক্ষ থেকে একাধিক জনকল্যানমুখী পরিকল্পনা চালু করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে। এইসব যোজনাগুলির ফলে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হচ্ছেন। তারই মধ্যে একটি দুর্দান্ত স্কিম হল প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের সুবিধার্থে এই প্রকল্প নিয়ে এসেছে। যার ফলে গ্রাহকের মৃত্যু ঘটলে বা যেকোনো দুর্ঘটনার শিকার হলে পাবেন বিমার কভারেজ। চলুন তবে দেরি না করে জেনে নেওয়া যাক এই বিমার বিস্তারিত তথ্য। এই বিমার আওতায় থাকা কোনো ব্যক্তির ঘটলে বা তিনি কোনো দুর্ঘটনা শিকার হলে পাবেন বামা কভারেজ।

এই বিমাতে তাকে ন্যূনতম কিছু অংক টাকা প্রিমিয়াম দিতে হবে, যা অতি যৎসামান্য। তবে এই টাকা জমা করে লাখ টাকার কভারেজ পেতে পারেন বিমাধারীরা। বছরে মাত্র ২০ টাকা জমা করেই লাখ টাকা পাওয়া যাবে এই বিমার কভারেজ। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ১৮ থেকে ৭০ বয়সী যেকোন ব্যক্তি এই স্কিমের আওতায় নাম নথিভুক্ত করতে পারেন। আর এই স্কিমের আওতায় নাম নথিভুক্ত করতে গেলে আবেদনকারীর যেকোন ব্যাংকের সেভিংস একাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট থাকতে হবে।

নাম নথিভুক্ত করবার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড যোগ করে KYC করা হবে আবেদনকারীদের ব্যাংক একাউন্ট থেকে অটো ডেবিট সুবিধার মাধ্যমে বার্ষিক ২০ টাকা করে কেটে নেওয়া হবে। আবেদনকারীর মৃত্যু ঘটলে বিমার কভারেজ দেওয়া হবে। তবে শুধুমাত্র আবেদন মৃত্যু ঘটলেই নয়, তিনি যদি কোন রকম দুর্ঘটনার শিকার হন, তবে অক্ষমতার জেরেও ২ লক্ষ টাকার কভারেজ পাবেন সে।

এছাড়া আংশিক অক্ষমতার জেরেও ১ লক্ষ টাকার কভারেজ পাবেন তিনি। এই বিমার আওতায় নাম নথিভূক্ত করতে যেকোনো ব্যাংক বা বীমা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমে এই পলিসি কেনা যায়। গ্রাহকেরা ইন্টারনেট ব্যাংকিংয়ে লগইন করে এই স্কিমে নিবন্ধন হতে পারবেন।