জনসাধারণের কল্যানার্থে সরকারের পক্ষ থেকে একাধিক জনমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও একাধিক নিত্যনতুন স্কিম চালু করা হয়েছে সর্বসাধারণের জন্য। আমাদের সকলেই চিন্তিত থাকি ভবিষ্যতের কথা ভেবে। সকলেই চান ভবিষ্যতের বয়সকালে সুখে শান্তিতে চিন্তামুক্তভাবে বেঁচে থাকতে। আর সেই কারণে আগে থেকেই নানা পথ খুঁজতে শুরু করেন।
তবে যাদের পেনশনের সুবিধা রয়েছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হলেও, যাদের বয়সকালে পেনশন পাবার মত সুবিধা নেই তারা অনেকটাই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন। তবে এবার সাধারণ মানুষকে চিন্তামুক্ত করতে ভারত সরকারের রয়েছে একটি যোজনা। এই যোজনার আওতায় আবেদনকারীরা প্রতিমাসে ভালো অংকের পেনশনের সুবিধা পাবেন। চলুন তবে করে জেনে নেওয়া যাক এই যোজনার বিস্তারিত তথ্য।
এই যোজনাটির নাম হল “প্রধানমন্ত্রী ভাইয়া বন্দনা যোজনা”। এই স্কিমটি ভারত সরকার এবং LIC দ্বারা পরিচালিত। এই স্কিমের আওতায় আপনি প্রতি মাসে ভালো অংকের পেনশন পাবেন। বিনিয়োগ অনুসারে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণে পেনশন দেওয়া হয়। এই পেনশন আপনি আপনার ইচ্ছামতো মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক নিতে পারেন। তবে এই স্কিমের সুবিধা নিতে গেলে আপনার বয়স হতে হবে ৬০ বছর।
এই স্কিমে বিনিয়োগ করলে আবেদনকারীরা মাসিক প্রায় ৮০০০ টাকা পেনশন পেতে পারেন। তার জন্য আপনি এবং আপনার স্ত্রী দুজনে যদি ৬ লক্ষ করে মোট ১২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে দুজনে মাসিক ৪ হাজার করে মোট ৮ হাজার টাকা পেনশন পাবেন আপনারা। এই স্কিমে আপনি সুদ পাবেন বার্ষিক ৭.৪০ শতাংশ।
এই স্কিমে আপনি যদি ১০ বছরের জন্য বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আপনি পেনশন পাবেন ১০ বছর এবং ১০ বছর পর যে পরিমাণ অর্থ আপনি বিনিয়োগ করেছেন সেই সমস্ত অর্থ ফেরত পাবেন। সুতরাং আপনি যে সময় নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করবেন, সেই সময়কালে আপনি পেনশন পাবেন এবং নির্দিষ্ট সময়ের পর বিনিয়োগ করা পুরো অর্থই ফেরত পাবেন। এই স্কিমে যদি আপনি বিনিয়োগ করতে চান তবে আর দেরি না করে ৩১ শে মার্চ ২০২৩ এর মধ্যে আবেদন করতে পারেন।