Driving Licence: আর যেতে হবে না RTO অফিসে, এবার বাড়িতেই বসেই পাবেন ড্রাইভিং লাইসেন্স, জানুন কীভাবে

রাস্তাঘাটে নিশ্চিন্তে বাইক, স্কুটি বা চার চাকা গাড়ি চালাতে হলে অবশ্যই দরকার ড্রাইভিং লাইসেন্স (Driving Licence)। ড্রাইভিং লাইসেন্স না থাকলে পুলিশ যখন তখন আপনাকে আটক করতে পারে। কখনো মোটা টাকা ফাইন দিয়ে, আবার কখনো বা থানাতেও নিয়ে যেতে পারে। তাই প্রত্যেকটি চালকেরই উচিত আইন মেনে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে নেওয়া।
আগে ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রে আবেদনের জন্য আরটিও (RTO) অফিসে যোগাযোগ করতে হতো।
বর্তমানে ডিজিটাল ভারতে সমস্ত সুযোগ সুবিধাই ডিজিটাল হওয়ার ফলে, এখন বাড়ি বসে অনলাইনের মাধ্যমেই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবেন। প্রথমে লার্নার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হবে। যার বৈধতা থাকবে মাত্র ৬ মাস।
প্রথম পরীক্ষায় পাশ করলে আপনাকে পরবর্তী এক মাসের মধ্যেই চূড়ান্ত পরীক্ষার জন্য ডাকা হবে। সেই পরীক্ষায় পাশ করলেই আপনার ড্রাইভিং লাইসেন্সটি চলে আসবে। জানতে চান কিভাবে অনলাইনে আবেদন করবেন? তবে প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।
অনলাইল আবেদন পদ্ধতি:-
১) সর্বপ্রথম, https://parivahan.gov.in/parivahan
ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে।
২) ওখানে ‘অনলাইন পরিষেবা’ বলে একটি অপশন পাওয়া যাবে। সেখানেই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যাবতীয় পরিষেবাগুলি দেওয়া থাকবে। তার মধ্যে থেকে আপনাকে নির্বাচন করতে হবে৷
৩) এরপর আপনি যে রাজ্যে বাস করেন, সেটি বাছাই করুন।
৪) এবার আপনাকে ‘লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশন’-এ ক্লিক করতে হবে।
৫) একটি আবেদনপত্র দেওয়া হবে, সেটি সঠিকভাবে পূরণ করতে হবে।
৬) আবেদনের জন্য যা যা নথি দরকার সেগুলি এক এক করে আপলোড করতে হবে।
৭) অবশেষে লার্নার লাইসেন্স এর জন্য ধার্য ফি জমা করতে হবে।
৮) সেখানেই পরীক্ষার জন্য তারিখ দেওয়া থাকে, আপনাকে এবার নির্বাচন করতে হবে তারিখটি।
উত্তর প্রদেশ দিল্লি এই সমস্ত রাজ্যে আবার চালকেরা ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাটি দিতে পারবে। এছাড়া বাকি রাজ্যগুলিতে আপনাকে একটি নির্দিষ্ট স্থান বলে দেওয়া হবে সেই স্থানে গিয়ে কম্পিউটারের মাধ্যমে প্রথম পরীক্ষাটি দিতে হবে।