Advertisements

ইসলাম কবুল না করলে দেশ ছাড়া হতে হবে, হুমকি চিঠি হিন্দু মন্দির কমিটির সম্পাদককে

Advertisements

ইসলাম ধর্ম গ্রহণ করলে ছাড়তে হবে দেশ এমনই হুমকিমূলক চিঠি পেল বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড শহরে ৩টি হিন্দু পরিবার। সুত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে শহরের ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

অভিযোগ মঙ্গলবার রাতে সীতাকুণ্ড শহরের প্রেমতলা এলাকায় স্থানীয় লোকনাথ মন্দিরের পরিচালন সমিতির সম্পাদক মৃদুল অধিকারীর বাড়িতে কেউ আরবি ও বাংলায় লেখা এই চিঠি দিয়ে যায়। বুধবার সকালে মৃদুলবাবু বাড়ির দরজা খুলতেই সেই চিঠি পান। মৃদুলবাবু ঘটনাটি স্থানীয় কাউন্সিলর হারাধন চৌধুরীকে জানান। এরপর মৃদুলবাবুর বাড়ির ২ হিন্দু ভাড়াটিয়া পরিবারও একই অভিযোগ করে। ঘটনার অভিযোগ করা হয় পুলিশের কাছে।

হারাধনবাবু জানিয়েছেন, বলা হচ্ছে, ধর্ম যার যার, তবে দেশ সবার। তাহলে এসব চিঠির কী অর্থ? হিন্দু ও মুসলিম পাশাপাশি বছরের পর বছর এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে একসাথে বসবাস করছে। এইধরনের উসকানি কারা দিচ্ছি জানা নেই। তবে সম্ভবত আমাকে ভয় দেখাতে এই চিঠি দেওয়া হয়েছে।

স্থানীয় থানার আধিকারিক মহম্মদ আবুল কালাম আজাদ জানান, ‘মৃদুলবাবুর বাড়িতে আমরা দুপুরে গিয়েছিলাম। মৃদুলবাবুর সঙ্গে হয়েছে। তদন্ত শুরু করেছি। তবে পুলিশ জানায় মৃশুলবাবুর ভাড়াটিয়াদের কাছ থেকে কোনো চিঠি পাননি তারা।

Related Articles