এক চার্জেই ছুটবে ২৫০ কিমি, খুব সস্তায় ইলেকট্রিক ভার্সনে বাইক লঞ্চ করতে চলেছে Hero Splendor!

Advertisement

বাজারে আসছে Hero Splendor-এর বৈদ্যুতিক ভার্সন, সম্পূর্ণ চার্জে চলবে ২৫০ কিমি। বর্তমানে যে হারে পরিবেশ দূষণ বেড়েছে তাতে করে কম-বেশি সব গাড়ি সংস্থা বিভিন্ন মডেলের ইলেকট্রিক ভার্সন বাজারে আনছে। তবে অনেক মধ্যবিত্তরা বাজেট মূল্যে মা পাওয়ায় গাড়ি কিনতে পিছপা হচ্ছেন। তবে হিরো কোম্পানির বাইকগুলি প্রায় বাজেট মূল্যের মধ্যেই থাকে। কম মূল্যের বাইকের মধ্যে তারা বেশ ভালই ফিচার্স, স্পেসিফিকেশন দেন।

Advertisements

আজকের প্রতিবেদনে সেই বিষয়েই আলোচনা করা হয়েছে। খুব শীঘ্রই হিরো কোম্পানি হিরো স্প্লেন্ডার বাইক-এর ইলেকট্রিক ভার্সন আনতে চলেছে। এই বাইকটিতে দেওয়া হবে উন্নত প্রযুক্তি। হিরো কোম্পানির এই বাইকটি বেশি পরিমাণে বিক্রি হওয়ায় এই বাইকের ইলেকট্রিক ভার্সন দেখার প্রত্যাশা বেড়েছে গাড়ি লাভারদের মধ্যে। জানা যাচ্ছে এই হিরো স্প্লেন্ডারের ইলেকট্রিক ভার্সনে সম্পূর্ণ চার্জে রেঞ্জ প্রদান করবে প্রায় ২৫০ কিলোমিটার।

Advertisements

তবে এক্ষেত্রে চার্জিং-এর কম শক্তি খরচ করবে। ইতিমধ্যেই এই গাড়ির বৈদ্যুতিক অবতার নিয়ে মানুষের মধ্যে যা প্রত্যাশা দেখা গিয়েছে তাই বলা যায় এই গাড়িটি লঞ্চ হলে ব্যাপক পরিমাণে গাড়ি লাভারদের কাছে জনপ্রিয়তা পাবে। কোম্পানি তরফে জানা গিয়েছে, খুব শীঘ্রই দেশীয় বাজারে ভিভা ব্যান্ডের অধীনে তারা এই প্রথম বৈদ্যুতিক গাড়ি বাজারে আনবে। তবে এই বৈদ্যুতিক গাড়ির সংস্করণ চালু করার বিষয়ে কোম্পানি তরফে কিছু জানা যায়নি।

তবে জানা গিয়েছে এর জন্য হয়তো ৭৫ হাজার টাকার কম খরচ করতে হবে মানুষদের। প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন গাড়ি সংস্থাগুলির মধ্যে বৈদ্যুতিক ভার্সন লঞ্চ করা নিয়ে বেশ রেষারেষি চলছে। সেক্ষেত্রে হিরো কোম্পানিও তাদের ইলেকট্রিক স্কুটি, বাইক লঞ্চ করার দিকে অগ্রসর হয়েছে। তবে বৈদ্যুতিক অবতারের গাড়ি বাজারে এনে কতটা জনপ্রিয়তা পায় সেটাই দেখার।

Related Articles