Advertisements

রাজ্যের এই পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস, তালিকায় রয়েছে কলকাতা

Advertisements

চৈত্রের চাঁদি ফাটা গরমে পুড়ছে গোটা রাজ্য। ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। গত শুক্রবার প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি ছিল তাপমাত্রা। তবে রবিবার খানিক বৃষ্টির পর স্বস্তির নিঃশ্বাস ফেলে ছিল সাধারণ মানুষ কিন্তু মঙ্গলবার থেকে আবার বেড়েছে গরমের দাপট তবে এবার শহরবাসীর জন্য সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী তিন দিন রাজ্যের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন।

আবহাওয়া দপ্তর সুত্রের খবর অনুযায়ী আগামী 8, 9 ও 10 এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। 10 তারিখে কলকাতা শহর সহ হাওড়া হুগলি ও দুই 24 পরগনা বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ চতুর্থ দফা ভোটের দিন বৃষ্টিতে ভাসতে পারে বঙ্গ। শনিবার কালো মেঘে ঢেকে থাকবে আকাশ যার ফলে অস্বস্তি আরও খানিকটা বাড়বে।

গত রবিবার কালবৈশাখীর দাপটে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও মঙ্গলবার থেকে বেড়েছে গরমের দাপট, বুধবার ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের নিচে তবে বাতাসে রয়েছে আদ্রতা। যার ফলে অস্বস্তি আরও খানিকটা বেড়েছে।

এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল 90 শতাংশ। আবহাওয়ার এই খামখেয়ালীপনার জন্য অস্বস্তি থাকবে তবে সপ্তাহের শেষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে খানিকটা স্বস্তি দেবে বঙ্গবাসী কে, হাওয়া ভবন সূত্রে এমনটাই খবর।

Related Articles