দেশনিউজ

নদীর তীরে মিলছে দেদার সোনা, গোদাবরীর জলে বইছে জনস্রোত

স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, ওই এলাকার মানুষজন বিশ্বাস করেন এর আগেও প্রতিবার কোনও বিরাট ঝড়ের পরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে মূল্যবান ধাতু, রত্ন পাওয়া যায়।

Advertisement
Advertisement

গোদাবরী নদীর জলে মিলছে সোনা। শুনতে নিশ্চয়ই অবাক লাগছে। তবে এটাই নাকি সত্যি! অন্তত এইটাই মনে করছেন অন্ধ্রপ্রদেশের স্থানীয় এলাকার মানুষেরা। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে জলের মধ্যে চিকচিক করছে সোনা। এর এই খবর ছড়াতেই সোনা কুড়ানোর হিড়িক পড়েছে মানুষের মধ্যে। ঝড়ের পরেই নদীর জলে এররকম হলুদ রঙের ধাতুর খোঁজ মিলেছে।

স্থানীয় সূত্রে খবর অনুযায়ী, ওই এলাকার মানুষজন বিশ্বাস করেন এর আগেও প্রতিবার কোনও বিরাট ঝড়ের পরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে মূল্যবান ধাতু, রত্ন পাওয়া যায়। আর তাই খুব সম্প্রতি নিভার ঘূর্ণিঝড় যাওয়ার পর জলের স্তর কমলেই মূল্যবান ধাতুর খোঁজে গিয়ে সোনা মিলেছে বলে খবর ছড়িয়েছে।

জানা গিয়েছে, পূর্ব গোদাবরীর ইউ কোঠাপল্লী মণ্ডলের বেশ কয়েকটি মৎস্যজীবী পরিবার সোনার টুকরো পেয়েছেন। যদিও এই হলুদ রঙের ধাতু আদৌ সোনা কিনা তা স্পষ্ট করে জানা যায়নি। তবে সাধারণ মানুষ সোনার লোভে এই ধাতু বাড়ি নিয়ে যাচ্ছেন।

Related Articles