এক ধাক্কায় সস্তা হল সোনা, বিয়ের সিজনে খুশি ক্রেতারা

Advertisement

বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে ভারতীয় বাজারেও কমলো সোনার মূল্য। টানা ছয় দিনের অব্যাহত পতনে দুই সপ্তাহের সবথেকে বেশি পতনস্তর ছুল হলুদ ধাতু। এই সপ্তাহের শেষে ভারতীয় বাজারে 10 গ্রাম সোনার মূল্য এল 1800 টাকার পতন। সোমবার দিন বাজার খোলার সময় এমসিএক্স সূচকে 10 গ্রাম হলুদ ধাতুর মূল্য 0.75 শতাংশ কমে দাঁড়িয়েছে 51,874 টাকায়। অন্যদিকে প্রতি কিলোগ্রাম সিলভার ফিউচারস এর দাম 1.3 শতাংশ কমে দাঁড়িয়েছে 65,745 টাকায়।

Advertisements

সোনা বিশেষজ্ঞদের মতে,শক্তিশালী মার্কিন ডলারের জেরেই বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে ভারতীয় বাজারেও দুর্বল থাকছে সোনার মূল্য। বর্তমানে বিশ্ব বাজারে দুই সপ্তাহের সর্বাপেক্ষা পতন স্তরে ঠেকেছে এক আউন্স স্পটগোল্ড এর মূল্য। গত 27শেএপ্রিল এর পর সর্বনিম্ন 0.1 শতাংশ কমে একা আউন্স স্পট গোল্ডের দাম দাঁড়িয়েছে 1928.08 ডলার। অন্যদিকে 101.265 ডলার সূচক বেড়ে দাঁড়ানোয় এই পরিস্থিতিতে অন্যান্য মুদ্রাধারীদের কাছে সোনার চাহিদা কিছুটা হলেও কমেছে। এদিকে সোনার সাথে তাল মিলিয়ে 0.2 শতাংশ কমে এক আউন্স রুপোর দাম দাঁড়িয়েছে 24.1 ডলারে।

Advertisements

আসুন এক নজরে দেখে নেওয়া যাক সোমবার দিন বাজার খোলার সময় তিলোত্তমায় সোনা এবং রুপোর মূল্য

1)24 ক্যারেট দশ গ্রাম পাকা সোনার দাম এদিন ধার্য হয়েছে- 53,150 টাকায়।
2)22 ক্যারেট দশ গ্রাম গয়না সোনার দাম- 50,450 টাকায় দাঁড়িয়েছে।
3)22 ক্যারেট হলমার্ক সোনার দশ গ্রামের দাম দাঁড়িয়েছে- 51,200 টাকায়।
4)1 কিলোগ্রাম রুপোর বাট-67,100 টাকা।
5)1 কিলোগ্রাম খুচরা রুপো-67,200 টাকা

Related Articles