হুরমুড়িয়ে কমছে সোনার দাম, আজ আরও সস্তায় বিক্রি হচ্ছে হলুদ ধাতু

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যেখানে বিগত মার্চ মাসে সোনার মূল্য সর্বকালীন রেকর্ড 56,000 টাকার স্তরকে ছুয়েছিল, সেখানে বিগত দুই মাস ধরে ক্রমনিম্ন সোনার মূল্য অব্যাহত থাকায় বর্তমানে রেকর্ড দরের থেকে 6000 কমে ঘোরাফেরা করছে হলুদ ধাতুর মূল্য আর সেই ধারা বজায় থাকলো সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবারেও। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে তিলোত্তমার বাজারে 10 গ্রাম পাকা সোনার দাম ও গয়না সোনার দাম যথাক্রমে আড়াইশো এবং দুশো টাকা কমল। উল্লেখ্য, এখনো পর্যন্ত রুপোর দাম অপরিবর্তিত রয়েছে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক বুধবার বাজার বন্ধের সময় সোনা ও রুপোর মূল্য কলকাতার বাজারে কেমন থাকল-
1) 24 ক্যারেট পাকা সোনা 10 গ্রাম- পূর্বে যেখানে মূল্য ছিল 51,350 টাকা তা বর্তমানে কমে দাঁড়িয়েছে 51,100 টাকায়।
2) 22 ক্যারেট 10 গ্রাম গয়না সোনার মূল্য- যেখানে পূর্বে ছিল 48,700 টাকা সেখানে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 48,500 টাকায়।
3) 1 কিলোগ্রাম রুপোর বাট 61,700 টাকা।
4) 1 কিলোগ্রাম খুচরা রুপো 61,800 টাকা।
তবে বুধবার দিন শুধুমাত্র তিলোত্তমার বাজারেই নয়, ভারতীয় বাজারেও সার্বিকভাবে কমেছে সোনার মূল্য। এমসিএক্স সূচকে 10 গ্রাম সোনার দামে 16 টাকা বা 0.0 3% পতন আসায় তা দাঁড়িয়েছে 50,157 টাকায়। তবে ব্যতিক্রম দেখা গিয়েছে রুপোর দামে। ভারতীয় বাজারে 0.01% অর্থাৎ 61 টাকা বেড়ে প্রতি কিলোগ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে 61,217 টাকায়।