Gold Price: দু’মাসে ৪,৫০০ টাকা কমল সোনার দাম, জানুন আজকের বাজারদর

Advertisement

বিগত মার্চ মাসে যেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারতীয় বাজারে সোনার দাম পৌঁছেছিল প্রায় রেকর্ড স্তরে সেখানে আশঙ্কা করা হয়েছিল সোনার মূল্য ছাপিয়ে যাবে 56,191 টাকার রেকর্ডকে। তবে অবশেষে সকলের স্বস্তিতে সেই রেকর্ড অক্ষতই থেকে গিয়েছে। বরং উল্টে পরবর্তী দুই মাসে 4,500 টাকার পতন এসেছে সোনার মূল্যে। আর সেই ধারা বজায় রেখে সপ্তাহের প্রথম কর্মদিবসে ফের পতন লক্ষ করা গেল হলুদ ধাতুর মূল্যে।

Advertisements

বিশ্ববাজারের দুর্বলতার রেশ ধরে ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে 10 গ্রাম গোল্ড ফিউচারসের দাম কমে দাঁড়াল 51,325 টাকায়। তবে শুধুমাত্র সোনায় নয় সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দাম। এক কিলোগ্রাম রুপোর দাম সোমবার দিন ধার্য করা হয়েছে 62,518 টাকায়। এ তো গেল ভারতীয় বাজারের দরদাম,অন্যদিকে বিশ্ববাজারে সোমবার 0.6% কমে এক আউন্স স্পট গোল্ডের দাম দাঁড়িয়েছে 1871.96 ডলারে।বিশেষজ্ঞদের মতে প্রায় দুই দশকের সর্বোচ্চ সীমায় মার্কিন ডলার সূচক পৌঁছে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের ক্ষেত্রে সোনা কেনার আগ্রহ তা অনেকটাই কমিয়ে দিয়েছে। বর্তমানে মার্কিন ডলারের শক্তি বৃদ্ধির নেপথ্যে থাকা কারণগুলি হল বিশ্বব্যাপী আর্থিক বৃদ্ধি এবং ক্রমবর্ধমান সুদের হার বৃদ্ধি।

Advertisements

চলুন এক নজরে দেখে নেওয়া যাক সোমবার দিন তিলোত্তমায় বাজার খোলার সময় সোনা এবং রুপোর দাম কেমন ছিল-

1)24 ক্যারেট দশ গ্রাম পাকা সোনার মূল্য-52,500 টাকা।

2)22 ক্যারেট দশ গ্রাম গয়না সোনার মূল্য- 49,800 টাকা।

3)22 ক্যারেট দশ গ্রাম হলমার্ক গয়না সোনার মূল্য- 50,550 টাকা।

4)1 কিলোগ্রাম রুপোর বাট-62,800 টাকা।

5)1 কিলোগ্রাম খুচরা রুপো- 62,900 টাকা।

Related Articles