কলকাতানিউজবাজারদর

হু হু করে কমছে সোনার দাম, হাসি মুখে দোকানে ভিড় ক্রেতাদের

Advertisement
Advertisement

বাজেট ঘোষণার পরই ফের দাম পড়ল সোনার। শুধু তাই নয়, একধাক্কায় অনেকটা কমে গেছে রুপোর দামও। গত সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করেন৷ সেখানে তিনি জানান, বর্তমানে এই দুই ধাতুর উপর ১২.৫ শতাংশ শুল্ক ধার্য করা হয়, সেটা কমিয়ে ৭.৫ শতাংশ করা হচ্ছে। এর ফলেই গতকাল কলকাতায় সোনার দাম ৫০০ টাকা কমেছে প্র‍তি ১০ গ্রাম পিছু এবং রূপোর দামও ২ দিনে কিলো প্রতি কমেছে ৪ হাজার ৯০০ টাকা। উল্লেখ্য, সাধারণ মানুষেরা খুশি হলেও কৌতুহল রয়েছে তাদের মধ্যে, আগামী দিনে কি আরও কমবে সোনার দাম?

উল্লেখ্য, আজ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৮,০৬০ টাকা, যা গতকাল ছিল ৪৮,০৭০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫০,০৭০ টাকা, বর্তমানে যেটি ৫০,০৬০ টাকা।

অন্যদিকে, রুপোর দামও একধাক্কায় অনেকটাই কমে গেছে। ১ কেজি রুপোর আজকের দাম ৬৮,৫০০ টাকা, যা গতকাল ছিল ৬৯,০০০ টাকা।

প্রসঙ্গত, বিশ্বে সোনা-রুপোর আমদানি-রপ্তানিতে প্রথম দিকেই আছে ভারত। দাম কমার ফলে ভারতে সোনার চাহিদা বৃদ্ধি পাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা এবং এর রেশ বিশ্ববাজারেও পড়তে পারে।

Related Articles