Gold Price: রেকর্ড উচ্চতা থেকে ৫,০০০ টাকা কম সোনার দাম, জানুন কতই বিকোচ্ছে হলুদ ধাতু

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির কারণে একসময় ভারতীয় বাজারে আকাশছোঁয়া দর পেয়েছিল হলুদ ধাতু! বিগত মার্চ মাসের শুরুর দিকে হলুদ ধাতুর মূল্য ছাড়িয়ে গিয়েছিল 56,000 টাকার স্তরকেউ। আশঙ্কা করা হয়েছিল সর্বকালীন রেকর্ড 56,191 টাকাকেউ ছাপিয়ে যাবে সোনার মূল্য। তবে এখনো পর্যন্ত সেই রেকর্ড অক্ষতই রয়েছে! বরং উল্টে গত দুই মাস ধরে সার্বিকভাবে সোনার মূল্যে পতন এসেছে 4500 টাকার!
আর সেই রেশ বহাল থাকল বর্তমান সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেও অর্থাৎ মঙ্গলবারে কমলো সোনা ও রুপার মূল্য। 0.12 শতাংশ অর্থাৎ 61 টাকা কমে মঙ্গলবার দিন 10 গ্রাম গোল্ড ফিউচারস এর মূল্য দাঁড়িয়েছে 51,020 টাকায়। সাথে রুপোর দামও পাল্লা দিয়ে কমেছে। 0.5 শতাংশ অর্থাৎ 353 টাকা কমে 1 কিলোগ্রাম রুপোর দর দাঁড়িয়েছে 61,850 টাকায়।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার দিন বাজার খোলার সময় সোনা ও রুপোর দর-
1) 24 ক্যারেট দশ গ্রাম পাকা সোনা-52,350 টাকা।
2) 22 ক্যারেট দশ গ্রাম গয়না সোনা-49,650 টাকা।
3) 22 ক্যারেট দশ গ্রাম হলমার্ক সোনার গয়না- 50,400 টাকা।
4) 1 কিলোগ্রাম রুপোর বাট- 62,800 টাকা।
5) 1 কিলোগ্রাম খুচরা রুপো- 62,900 টাকা।