Advertisements

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশালাকার গ্রহাণু, ক্ষতির আশঙ্কা নিয়ে ধন্দে NASA-র বিজ্ঞানীরা

Advertisements

মহাকাশে পৃথিবীর মতো হাজারো গ্রহ উপগ্রহ জ্যোতিষ্ক ঘুরে বেড়াচ্ছে ভাসমান অবস্থায়। তবে সকলে নিজেদের কক্ষ পথ ধরে এগিয়ে যাচ্ছে যেন অদৃশ্য কেউ অলক্ষ্যে বসে সমস্ত কিছুর পরিচালনা করছে। ছোট ছোট পরিবর্তনেই অনেক বড় উঠান পাতাল হতে পারে গোটা ব্রহ্মাণ্ডে তাই এই জ্যোতিষ্ক মন্ডলীর ওপর সর্বদায় কড়া নজর রাখেন মহাকাশ বিজ্ঞানীরা।

আর এবার সেই পর্যবেক্ষণেরই ফলস্বরূপ  মহাকাশ বিজ্ঞানীরা জানালেন আশঙ্কার কথা। পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু। গ্রহাণুটির নাম-AF8। গ্রহাণুটির আয়তন ব্যাস ২৬০ থেকে ৫৮০ মিটারের মতো অর্থাৎ একটি ফুটবল মাঠের ন্যায়।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন গ্রহাণুটি প্রতি সেকেন্ডে ৯ কিলোমিটার বেগে মহাশূন্যে ছুটছে। পৃথিবীর কক্ষপথের ৩.৪ মিলিয়ন কিলোমিটার ঘেঁষে এটি অবস্থান করবে। যার ফলে ঘটতে পারে বিপত্তি!

জানা যাচ্ছে, আগামী ৪ মে গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়বে, AF8 নামক গ্রহাণুর সমন্ধে সর্বপ্রথম জানা গিয়েছিলো ২০২০ সালে। আর তারপর থেকে প্রায় ১৫৭ টি পর্যবেক্ষণ করা হয়েছে গ্রহাণুটিকে ঘিরে। আর তারপরই এই ফলাফল জানতে পড়েছেন বিজ্ঞানীরা। যদিও ঠিক কি ঘটবে তা সঠিক ভাবে বলতে পারেননি তারা।

Related Articles