দেশনিউজ

“ভাগ্য ভাল পাকিস্তান যেতে হয়নি”, হিন্দুস্তানি মুসলিম হিসেবেই গর্বিত, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিদায়ী আজাদ

Advertisement
Advertisement

রাজ্যসভার সাংসদরা দিনভর আবেগে ভাসলেন। সকালে চোখের জল ফেলেছিলেন প্রধানমন্ত্রী। পরে বিদায়ী কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ তাঁর বিদায়ী ভাষণে সেই আবেগ ফিরিয়ে দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বললেন, তাঁদের বহুবার মৌখিক বিরোধ হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে। তবে সে সব বিরোধিতা মনে রাখেননি প্রধানমন্ত্রী, ভাবেননি ব্যক্তিগত আক্রমণের কথা। এর জন্য কৃতজ্ঞ তিনি।

রাজ্যসভার বিদায়ী সদস্যদের বিদায় সম্বর্ধনা পর্ব ছিল মঙ্গলবার। সেখানে আজাদ বলেন, একজন হিন্দুস্তানি মুসলিম হিসেবে তিনি গর্বিত। নিজেকে সৌভাগ্যবান মনে করেন যে তাঁকে পাকিস্তানে যেতে হয়নি। আজাদ আবেগঘন কণ্ঠে বলেন, ‘‘আমি সেই সব সৌভাগ্যবানদের একজন যাঁদের পাকিস্তানে যেতে হয়নি। একজন ভারতীয় মুসলিম হিসাবে আমি গর্ববোধ করি, যখন পাকিস্তানের পরিস্থিতির কথা পড়ি।’’

আজাদ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকেও ধন্যবাদ দিয়েছেন তাঁর বিদায়ী ভাষণে। বলেছেন, ‘‘অনেক কিছু শিখেছি অটলজির থেকে। তাঁর থেকেই পাওয়া সংসদকে সচল রাখার, সংসদের স্থিতাবস্থা কাটানোর শিক্ষা।’’

নরেন্দ্র মোদী আজাদের জন্য চোখের জল ফেলেছিলেন মঙ্গলবার সকালে। আজাদের শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়, বলেছিলেন প্রধানমন্ত্রী। এ দিন তাঁর বক্তৃতায় আজাদ বলেন, ‘‘বহুবার মৌখিক বিবাদ হয়েছে আপনার সঙ্গে আমার। আমি কৃতজ্ঞ যে আপনি সেই সব বিরোধ মনে রাখেননি, ব্যক্তিগত আক্রমণ ভাবেননি তার জন্য।’’ যৌথ প্রচেষ্টাতেই দেশও সফল ভাবে এগিয়ে যাবে, লড়াই করে নয়, মনে করিয়ে দেন গুলাম নবি আজাদ।

Related Articles