ঘড়িতে ঘন্টার কাঁটা ছোট কিন্তু মিনিটের কাঁটা বড় থাকে কেন? খুবই সহজ উত্তর

আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু জিনিস আমরা ব্যবহার করে থাকি, যেগুলি সম্পর্কে অনেক তথ্য আমাদের জানা থাকে না। চোখের সামনে প্রতিদিন সেগুলি দেখলেও খুব একটা ভাবনা-চিন্তা করা হয় না সেগুলি নিয়ে। সেরকমই একটি জিনিস হলো ঘড়ি।
এমন কোনো মানুষ নেই যে ঘড়ি ব্যবহার করেন না। কারণ, মানুষের জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় হলো সময়। আর সেই সময়কে পরিমাপ করে দেয় এই ঘড়ি। তবে কখনো কি ভেবে দেখেছেন ঘড়িতে ব্যবহৃত মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যে দৈর্ঘ্যের কেন পার্থক্য থাকে?
কেন ঘন্টার কাঁটা ছোট থাকে এবং মিনিটের কাঁটা বড়ো থাকে? ভাবেননি তো! আসুন তাহলে এই বিষয়েই জেনে নেওয়া যাক। অনেকেই মনে করেন ঘন্টা ও মিনিটের কাঁটাকে আলাদা করার জন্যই এরকম আকার দেওয়া হয়। তবে এর পেছনে আরো একটি কারণ রয়েছে। আসলে ১ ঘণ্টার মধ্যে ৬০ মিনিট সময় থাকে।
আর এই মিনিটের পার্থক্য দেখার জন্য মিনিটের কাঁটাটিকে বড়ো হওয়া প্রয়োজন। নাহলে ছোট ছোট পার্থক্যগুলি নজরে আসতো না। অন্যদিকে ঘন্টার কাঁটা ছোট হলেও দুটি সংখ্যার মধ্যে খুব সহজেই পার্থক্য বোঝা যায়। এই কারণেই ঘন্টার কাঁটাকে ছোট এবং মিনিটের কাঁটাকে লম্বা রাখা হয়।