নিউজদেশ

আমিষ থেকে নিরামিষ, বাংলার বন্দে ভারত এক্সপ্রেসের এলাহী খাবারের মেনু দেখলে জিভে জল আসবে

আট ঘন্টার কম সময়েও হাওড়া থেকে এনজিপি! হ্যাঁ এবার এমনটাই হবে। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়তে নয়া সেতুর কাজ করতে চলেছে নয়া ট্রেন। ঘোষণা হয়েছিল আগেই তারপর থেকে চলছিল অপেক্ষা। আর আগামী ৩০ ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে এই সুপারফাস্ট ট্রেন “হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।” এই অত্যাধুনিক ট্রেন উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইতিমধ্যে হাওড়া থেকে বন্দে ভারতের ট্রায়াল হয়েছে। জানা গেছে সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বন্দে ভারত এক্সপ্রেস।তবে সকল ভ্রমন প্রেমিক মানুষদের প্রশ্ন এই আট ঘন্টা সফরকালে বন্দে ভারত এক্সপ্রেসে কি খাবার সার্ভ করা হবে! ইতিমধ্যে চলে এসেছে সেই উত্তর। সূত্র থেকে জানা যাচ্ছে এই জার্নিতে তিন বেলা খাবার দেওয়া হবে।

যার প্রথমেই ওয়েলকাম ড্রিংস হিসাবে দেওয়া হবে ডাবের জল।সকালে টিফিন হিসাবে থাকবে লুচি আলুর দম দই মিষ্টি। দুপুরের জন্য থাকছে রাজকীয় আয়োজন। পরিবেশন করা হবে পোলাও, আলু পোস্ত, মাংস, মিষ্টি এবং আইসক্রিম। আর শেষে জলপাইগুড়ি পৌঁছানোর আগে স্ন্যাকস হিসাবে দেওয়া হবে চা সিঙ্গারা ও কেক।

এমন এলাহী খাবারের তথ্য শুনে খুশি পশ্চিমবঙ্গ রাজ্যবাসী‌।রেল সূত্রে খবর সপ্তাহে ছয় দিন পাওয়া যাবে এই পরিষেবা। শুধুমাত্র বুধবার বন্ধ থাকবে দেশের দ্রুততম এই ট্রেনের পরিষেবা‌। এছাড়াও জানা গেছে যাত্রীদের আনুমানিক ভাড়া পরতে চলেছে ১৭০০ টাকা। উদ্বোধনের পরের দিন থেকেই যাত্রী নিয়ে চলতে শুরু করবে এই নয়া ট্রেন।