দেশনিউজ

রাতভর গুলির লড়াই সীমান্তে, খতম দুই সন্ত্রাসবাদী

মঙ্গলবার সন্ধ্যা থেকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার সগুন এলাকায় গুলির লড়াই শুরু হয়।

Advertisement
Advertisement

উত্তপ্ত কাশ্মীর। রাতভর চলেছে গুলির লড়াই। কাশ্মীরে সেনাদের সাথে সন্ত্রাসবাদীদের গুলির লড়াই চলেছে। আর এই সংঘর্ষের ফলে এখনও পর্যন্ত দুই জন জঙ্গি খতম হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার সগুন এলাকায় গুলির লড়াই শুরু হয়।

গোপন সূত্রে খবর পেয়ে ওই নির্দিষ্ট এলাকাতে তল্লাশি চালায় সেনাবাহিনী। আর ওই এলাকায় অনেক সন্ত্রাসবাদী আত্মগোপন করে আছে বলে খবর পায় সেনারা। আর তারপরেই তল্লাশি শুরু হয়। আর এই তল্লাশি অভিযানের সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু শুরু হয়ে যায়। পুলিশের তরফ থেকে লাউডস্পিকারে একাধিকবার সন্ত্রাসবাদীদের আত্মসমর্পণ করার কথা বলা হয়, কিন্তু তাঁরা আত্মসমর্পণ করেনি।

বরং ভারতীয় সেনা যখন জঙ্গিদের গোপন ডেরার কাছাকাছি আসে তখন ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসে ভারতীয় জওয়ানদের দিকে। তবে ভারতীয় সেনারাও এর পাল্টা জবাব দেয়। আর আজ সকাল পর্যন্ত দুইজন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও ভারতীয় জওয়ানদের কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

Related Articles