মমতা ব্যানার্জির শিক্ষাগত যোগ্যতা কি? মুখ্যমন্ত্রীর বিদ্যার দৌড় জানলে চমকে যাবেন

মমতা বন্দ্যোপাধ্যায়, আলাদা করে তার পরিচয় দেওয়ার দরকার হয় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের রাজনীতিতে এখনো অপরাজেয়। হাড় হিম করার সন্ত্রাসের বিধ্বস্ত বাংলায় বামেরা যখন অকাল শৈত নামিয়ে এনেছিল তখন তিনি জ্বলেছিলেন আগুন হয়ে। তবে স্বাভাবিকভাবেই রাজনীতির ময়দানে তারও বিরোধী পক্ষ থাকবে। তার কাজকর্ম যোগ্যতা যেমন প্রশংসিত হয়ে এসেছে তেমনি বিভিন্ন সময় প্রশ্নের মুখে পড়েছে। তার বিভিন্ন প্রকল্পকে যেমন সাধুবাদ জানানো হয়েছে তেমনি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে হয়েছে চর্চা।
আজকে আমরা এই প্রতিবেদনে বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। বিরোধীরা অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানান প্রশ্ন তুলেছেন অনেকে আবার দাবি করেছেন তার শিক্ষাগত যোগ্যতা ভুয়ো কিন্তু আজকে সামনে এলো আসল সত্য। চলুন জেনে নিন সেই সত্যতা।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এর রিপোর্টে এবার দেশের একাধিক মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য সামনে এসেছে। যেখানে জানা যাচ্ছে দেশে 30 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 37 শতাংশ নিজেদেরকে গ্র্যাজুয়েট বলে দাবি করেছেন এবং 14 শতাংশ নিজেদের গ্রাজুয়েট প্রফেশনাল বলে দাবি করেছেন আর 30 শতাংশ নিজেদের পোস্ট গ্রাজুয়েট বলে দাবি করেছেন। বাকি তিন শতাংশ মুখ্যমন্ত্রী রয়েছেন যারা মাধ্যমিক পাস, ডক্টরেট ও ডিপ্লোমা প্রাপ্ত। আর দশ শতাংশ মুখ্যমন্ত্রী উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন।
কিন্তু এর মধ্যে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় কোন লিস্টে পড়েন জানেন কি! আসলে ভারতে নির্বাচনে প্রার্থী হতে গেলে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিতে হয়। যেখানে নিজেদের আয়, আয় এর উৎস সহ শিক্ষাগতা যোগ্যতা নিয়েও দিতে হয় তথ্য। এই নিয়ম অনুযায়ী 2016 সালের বিধানসভা নির্বাচন এবং 2016 সালে ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কেও হলফনামা জমা দিতে হয়েছিল। সেখান থেকেই উঠে এসেছে পশ্চিমবঙ্গের জননেত্রী তথা মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার ইতিহাস-
● 2016 সালের হলফনামায় নিজের শিক্ষগত যোগ্যতার ভিত্তিতে যে তথ্য দিয়েছেন-
1970 সালে দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ।
1974 সালের যোগমায়া দিবি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক
1977 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA(1979 সালে পরীক্ষা হয়)
1980 সালের শ্রী শিক্ষতন (কলকাতা বিশ্ববিদ্যালয়) থেকে বিএড, কর্মশিক্ষায় প্রশিক্ষিত।
1982 সালে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ অফ ল থেকে এলএলবি।
● 2021 সালে হলফনামা অনুযায়ী-
1977 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA(1979 সালে পরীক্ষা হয়)
1982 সালে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ অফ ল থেকে এলএলবি।