নিউজঅর্থনীতি

রাতারাতি দূর হবে অর্থনৈতিক সংকট, শুকনো লঙ্কা দিয়ে করুন এই ছোট্ট কাজ

জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য আনার জন্য প্রতিনিয়ত মানুষ কঠোর পরিশ্রম করে চলেছেন। সকলেই চান পরিবার নিয়ে শান্তিতে জীবনযাপন করার জন্য। তবে অনেক সময় দেখা যায় কঠোর পরিশ্রম করেও কোনো ফলাফল মেলে না। যার পেছনে বিভিন্ন বাস্তুদোষ থাকে। আসলে আমরা অনেকেই জানিনা যে বাস্তুদোষের কারণেও আমাদের জীবন থেকে সুখ সমৃদ্ধি হারিয়ে যায়।

তবে চিন্তার কোনো কারণ নেই। বাস্তু বিশেষজ্ঞদের মতে এমন কিছু ঘরোয়া টোটকা রয়েছে যেগুলো ব্যবহার করে এসব সমস্যা দূর করা যায়। আজ আমরা সেরকমই একটি উপাদান নিয়ে এসেছি যেটি ব্যবহার করে আপনার জীবনের সুখ-সমৃদ্ধি নেমে আসবে। আর এই উপাদান সকলের পরিচিত শুকনো লঙ্কা। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন এটিতো সাধারণত রান্নায় ব্যবহৃত হয়।

তবে এর অন্য ব্যবহারও রয়েছে। বাচ্চাদের উপর খারাপ নজর কাটাতে শুকনো লঙ্কা ব্যবহৃত হয়। তবে এই জিনিসটি ব্যবহার করে অর্থনৈতিক সংকট দূর করা যায়। এক্ষেত্রে ব্যবহৃত হয় সাতটি শুকনো লঙ্কা। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে মা লক্ষ্মীর ঘট থাকে। প্রত্যেক বৃহস্পতিবার পাঁচালী পড়ার সময় সাদা কাপড়ে সাতটি শুকনো লঙ্কা মুড়ে মা লক্ষ্মীর আসনের সামনে রেখে দিতে হবে।

এছাড়াও রোজ রাতে যে বালিশে মাথা দিয়ে ঘুমান তার নীচে শুকনো লঙ্কা রেখে দিন। এছাড়া অর্থনৈতিক সমস্যা দূর করার জন্য আলমারির যেখানে টাকা রাখেন সেখানে সাতটি শুকনো লঙ্কা রেখে দেবেন। এতে দেখবেন বাড়ির অর্থনৈতিক সমস্যা দূর হয়ে সমৃদ্ধি এসেছে। তবে মনে রাখতে হবে এই টোটকা পরপর ৭ দিন নিয়ম মেনে করতে হবে, তাহলেই কিন্তু ফল পাবেন নাহলে নয়।