খেলানিউজ

Sourav-এর জন্য কলকাতায় পদার্পণ করলেন স্বনামধন্য ডাক্তার দেবী শেঠি, কেমন আছেন মহারাজ

Advertisement
Advertisement

প্রখ্যাত চিকিৎসক দেবী শেট্টি শহরে এসে পৌঁছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে। সকাল ৮ টা ৩৫ মিনিট নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন। সেখান থেকেই মহারাজার শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে সোজা উডল্যান্ডস হাসপাতালে উপস্থিত হন তিনি।

যদিও হাসপাতাল সূত্রে খবর, ভালো আছেন সৌরভ। এখন উদ্বেগের কোনও কারণই নেই। আপাতত স্টেন্ট বসানো হচ্ছে না তাঁর অন্য দুই ধমনীতে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতাল থেকে ফিরে কয়েক মাস বিশ্রাম নিতে হবে তাঁকে। দেবী শেট্টির পর্যবেক্ষণর পর সম্ভবত বুধবারই ছুটি দিয়ে দেওয়া হবে মহারাজকে।

শেষ মেডিক্যাল বুলেটিনে উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, দেবি শেট্টি, রমাকান্ত পান্ডে সহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে এ দিন ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের আলোচনা হয় জুম ভিডিও কলে৷ সেই বৈঠকে যোগ দেন নিউ ইয়র্কের এক বিশেষজ্ঞ চিকিৎসক স্যামুয়েল ম্যাথিউ৷ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর যে প্রাথমিক চিকিৎসা হয়েছে তাই যথেষ্ট, সিদ্ধান্ত হয় ওই আলোচনায়৷

আপাতত ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ক্ষতিগ্রস্ত হওয়া ধমনীটিও এখন ঠিকঠাক কাজ করছে৷ তাই সকল চিকিৎসকরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন, কিছুদিন পরে তাঁর বাকি দু’টি ধমনীতে স্টেন্ট বসানো হবে৷ বাড়ি গিয়েই নিয়মিত মহারাজার শারীরিক অবস্থার উপরে নজর রাখবেন হাসপাতালের চিকিৎসকেরা৷

Related Articles