নিউজরাজনীতিরাজ্য

‘ভোটের আগে ভগবানকে ঘুষ দিয়ে লাভ নেই’, অনুব্রতর ‘মহাবিজয় যজ্ঞ’কে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

তৃণমূলের জয়ের প্রার্থনায় বীরভূমের কঙ্কালীতলায় মহাবিজয় যজ্ঞের আয়োজন করলেন বীরভূমের অনুব্রত মণ্ডল। যদিও সেই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলের নেতারা। বিষয়টি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

তৃণমূলের নেতৃবৃন্দকে তিনি বলেন, ” সারাবছর লুটপাট করে ভগবানকে ঘুষ দিলে কোন লাভ হয় না।” অনুব্রতকে উদ্দেশ্য করে তিনি বলেন, “অন্তত একশোটি সিটের প্রার্থনা করতে বলুন, যদি তৃণমূল ভাগ্যক্রমে এবং ভগবানের দয়ায় সেটুকুও পায়।” কঙ্কালীতলা যজ্ঞের খবরে দিলীপ ঘোষের বক্তব্য, “এসব করে কোন লাভ হবেনা, রাজ্যে ২০০ টি আসন বিজেপিই জিতবে”।

ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ এ কথা বলেন। তিনি আরো জানান, “তৃণমূল এর আগেও তো যজ্ঞ করেছিল। তাতে কি কিছু লাভ হয়েছিল? বরঞ্চ তৃণমূলের বারোটা আসন কমেছে।” প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার বীরভূমের কঙ্কালীতলা মহাবিজয় যজ্ঞের আয়োজন হয় যাতে পৌরোহিত্য করেন ১২ জন পুরোহিত।

প্রায় ৪০০০ জনের পাত পড়ে এই মহাযজ্ঞে। তাতে খরচ হয় ১২৮ কুইন্টাল বেলকাঠ ও ৪০ কেজি ঘি। এই মহাযজ্ঞ করে তৃণমূলের জন্য বিধানসভা নির্বাচনে ২২০ থেকে ২৩০ টি আসনের প্রার্থনা করেন অনুব্রত মণ্ডল।

Related Articles