নিউজদেশ

দীপাবলিতে রেশন কার্ডধারীদের জন্য সুখবর! সম্পূর্ণ বিনামূল্যে পাবেন LPG গ্যাস সিলিন্ডার, অবিলম্বে করুন এই কাজ

উত্তরাখান্ড সরকারের জারি করা নয়া নিয়ম অনুযায়ী এখন থেকে রেশন কার্ড থাকলেই মিলবে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার

করোনাকালীন সময় থেকেই কেন্দ্রীয় সরকারসহ বিভিন্ন সংশ্লিষ্ট রাজ্য সরকার দেশ এবং রাজ্যের প্রতিটি নাগরিকের পাশে আর্থিকভাবে দাঁড়ানোর চেষ্টা করেছে। বিশেষত রেশন কার্ড ও রেশন দেওয়ার পাশাপাশি নানা ধরনের ভর্তুকিও চালু করা হয়েছিল দেশবাসীর জন্য। তবে বর্তমানে রেশনের সমস্যা না থাকলেও রান্নার গ্যাসের দাম মেটাতে রীতিমতো পকেট খালি হচ্ছে মধ্যবিত্তর আর সেই কথা চিন্তা করে বর্তমানে রাজ্যবাসীদের জন্য সুখবর নিয়ে এসেছে উত্তরাখণ্ড সরকার!

উত্তরাখান্ড সরকারের জারি করা নয়া নিয়ম অনুযায়ী এখন থেকে রেশন কার্ড থাকলেই মিলবে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার। অবাক হচ্ছেন কি? আজ্ঞে,বাস্তবে 2022-23 আর্থিক বছরে আপনার কাছে যদি উত্তরাখণ্ডের রেশনকার্ড থাকে তবে বিনা ভর্তুকিতে তিনটি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন গ্রাহকেরা। তবে এক্ষেত্রে মনে রাখা দরকার শুধুমাত্র যোগ্য অন্তদ্যয় রেশন কার্ডধারীরাই রাজ্য সরকারের এই সুবিধা পেয়ে যাবেন।

মুলত তিনটি শর্তে যথাক্রমে উত্তরাখান্ডবাসী হিসেবে,অন্তদয় রেশন কার্ড ধারণকারী হিসাবে এবং অন্তদয় রেশন কার্ডের সঙ্গে গ্যাস সংযোগ গ্রাহক হিসেবে এই সুবিধা পেতে চলেছেন উত্তরাখান্ড বাসীরা। তাই আপনার যদি রেশন কার্ডের সাথে অন্তর্দয় গ্যাস কর্পোরেশনের যোগ না থাকে তবে এখনি এমারজেন্সি বেসিসে তা করিয়ে ফেলুন।

জানা যাচ্ছে,উত্তরাখান্ড সরকারের এই নয়া নিয়মে প্রায় দু লাখ সাধারন মানুষ লাভবান হবেন। এছাড়া নয়া এই প্রকল্পে 55 কোটি টাকা খরচ করছে উত্তরাখান্ড সরকার। নতুন এই প্রকল্পের আওতায় এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রথম সিলিন্ডার, আগস্ট থেকে নভেম্বরের মধ্যে দ্বিতীয় সিলিন্ডার এবং ডিসেম্বর থেকে মার্চের মধ্যে তৃতীয় সিলিন্ডার পেয়ে যাওয়া যাবে।