দেশনিউজ

আর মাত্র কয়েক ঘন্টা পরেই ভয়ঙ্কর আঘাত হানবে ঘূর্ণিঝড় নিভার’, গতিবেগ ঘন্টায় ১৪৫ কিমি

Advertisement
Advertisement

চলতি বছর একের পর এক এসেই চলেছে খারাপ খবর। একদিকে করোনা আতঙ্কে ভুগছে শহর। অন্যদিকে কিছুদিন আগেই বাংলার ওপর ঝাঁপিয়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। আমফানের দাপটে তছনছ হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গের একাধিক জায়গা। যখন আমফান সামলে কিছুটা মুখ তুলে দাঁড়িয়েছে সকলে ঠিক তখনই ফের আতঙ্কের খবর শোনালো মৌসম ভবন। অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে মমল্লাপুরম এবং কারাইকলের মাঝে বুধবার রাতের দিকে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় নিভারের।

নভেম্বরের প্রায় শেষ হতে চললো। কিন্তু এখনও সেভাবে পড়েনি শীত। কবে পরবে শীত সেই অপেক্ষায় বসে সকলে। সেই অপেক্ষার মাঝে এবার শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে সাইক্লোন নিভার। ঘণ্টায় ১২০ থেকে ১৪৫ কিমি বেগে ধেয়ে আসছে সাইক্লোন নিভার। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে জনজীবন। সাইক্লোন আছড়ে পরার আগে থরহরি কম্প তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলবর্তী এলাকা।

মৌসম ভবন সূত্রে খবর,ঘূর্ণিঝড় নিভার আপাতত পুদুচেরি থেকে ৩১০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৩৭০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে বুধবার রাতের দিকে শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে মমল্লাপুরম এবং কারাইকলের মাঝে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে নিভারের। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড় ঘিরে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়েছে কারাইকল ও মামাল্লাপুরমে।

বঙ্গোপসাগরে যাত্রাপথে প্রচুর শক্তিসঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে নিভার। আমফানের মতোই শক্তিশালী এই নিভার প্রবল বেগে আছড়ে পড়বে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে। মঙ্গলবার দিনভর ভারী বর্ষণে বিপর্যস্ত তামিলনাড়ু। বুধবারও সকাল থেকেই একই চিত্র।

ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি রয়েছে দুই প্রশাসন।এনডিআরএফ সূত্রে খবর,পরিস্থিতির উপর নজর রাখছে নৌবাহিনী। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে তামিলনাড়ু ও পুদুচেরিতে ১২০০ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১২টি দল তামিলনাড়ুতে, ৭টি অন্ধ্রপ্রদেশে ও ৩টি পুদুচেরিতে গিয়েছে। পাশাপাশি অতিরিক্ত ২০টি দল প্রস্তুত রাখা হয়েছে। সূত্রের খবর, পুদুচেরিতে তিনদিনের জন্য ১৪৪ ধারা জারি হয়েছে।

মঙ্গলবার থেকে তামিলনাড়ুতে বন্ধ আন্তঃজেলা বাস পরিষেবা। বুধবার রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। গ্রেটার চেন্নাইয়ে ১২৯টি ত্রাণ শিবির খোলা হয়েছে। মঙ্গলবারই নিচু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে
প্রস্তুত উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ও উদ্ধারকারী হেলিকপ্টারও। মঙ্গলবারই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী এবং পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুজনকেই সবরকম কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles