নিউজরাজ্য

দুর্গা পুজোর আনন্দে মাটি, সপ্তমীতেই আছড়ে পড়বে ভয়ঙ্কর সাইক্লোন!

খুব সম্ভবত এই ষষ্ঠী বা সপ্তমীতে এই ঝড় আছড়ে পড়তে পারে।

Advertisement
Advertisement

একটার পর একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। আর এই নিম্নচাপের জেরে আবহাওয়ার বিরাট পরিবর্তন হয়েছে। ফের বাংলাতে সাইক্লোনের ভ্রূকুটি। অন্ধ্রপ্রদেশে হানা দিয়েছে সাইক্লোন গতি। আর এরপর এই চলতি মাসে পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। যারফলে পুজোতে ফের সাইক্লোনের সম্ভাবনা রয়েছে। আবহবিদদের একাংশ সেটাই মনে করছেন।

খুব সম্ভবত এই ষষ্ঠী বা সপ্তমীতে এই ঝড় আছড়ে পড়তে পারে। বর্তমানে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপর একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে। যা ১৭ অক্টোবর নিম্নচাপ আকারে বঙ্গোপসাগরের ওপর প্রবেশ করবে। এরপরই আরও বেশি শক্তি সঞ্চয় করবে এই ঝড়। আবহবিদদের মতে, এই ঝড়টি অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে। তবে এই ঝড় ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

এই ঝড় ওড়িশা উপকূলের কাছে আসবে। আর পশ্চিমবঙ্গেও এই ঝড়ের প্রভাব পড়বে। এরফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই।

Related Articles