Advertisements

সাবধান, এবার বাতাসেও ছড়াচ্ছে Corona! সতর্ক করলেন বিজ্ঞানীরা

Advertisements

হাচ্চি কাশি থুতু দ্বারাই ছড়িয়ে পড়তে পারে করোনা এতদিন এমনটা জানা গেলেও Lancet-র বিজ্ঞানীদের নয়া রিপোর্ট একেবারে বলছেন উল্টো কথা। নয়া রিপোর্টের ভিত্তিতে বাতাসে বইছে করোনা ওয়েভ ২ এর ভাইরাস। এই তথ্য সামনে আসার পর রীতিমত ঘুম উড়িছে বিশেষজ্ঞ মহলের।

Lancet এর এই তথ্য পেছনে একশো শতাংশ যুক্তিও দিয়েছেন তারা। গবেষকরা বলছেন কোয়ারেনটিন হোটেলে পাশাপাশি ঘরে থাকা লোকেদের মধ্যে করোনা ছড়িয়েছে, যেখানে একে অপরের মুখোমুখিও হয়নি সেই সমস্ত ব্যক্তি। করোনা ভাইরাস হওয়ার সাথে ছড়িয়ে না পড়লে এটি কোনো মতে সম্ভবই ছিলনা। আর এই গবেষণার দ্বারাই এই গবেষণার সাথে যুক্ত ৬ গবেষক ব্রিটেন, আমেরিকা ও কানাডার বিশেষজ্ঞেরা মত দিয়েছেন করোনা ভাইরাস বায়ুবাহিত নয় এমন সহজ সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা উচিত নয়।

গবেষকদের মতে, এখনো পর্যন্ত যতকটি সংক্রম ছড়িয়েছে তারমধ্যে বেশিরভাগই গৃহবন্দি মানুষের মধ্যে। অন্তত ৩৩ থেকে ৫৯ শতাংশের ক্ষেত্রে হাঁচি কাশির মত কোনো উপসর্গ ছাড়াই ছড়িয়েছে সংক্রমণ। এমনকি রিপোর্ট বলছে, হাসপাতালে পিপিই কিট পরে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পরেও যে হারে তাঁদের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে, তা ভাইরাস বায়ুবাহিত না হলে কোনোভাবে সম্ভব হতো না।

গবেষকরা দাবি করেছেন, ল্যাবটারির বায়ুতে করোনা ভাইরাস উড়তেও দেখা গেছে, এই ভাইরাসের বায়ুবাহিত অবস্থায় সংক্রমনের ক্ষমতার স্থায়িত্ব ছিল তিন ঘণ্টা। এই তথ্য প্রকাশের পর নড়েচড়ে বসেছে গবেষকেরা, বায়ুবাহিত করোনার হাত থেকে বাঁচতে Lancet এর নয়া রিপোর্টে প্রটোকল পরিবর্তনের কথাও বলা হয়েছে, করোনা থেকে বাঁচতে হয়তো এবার বাড়ির ভেতরেও আপনাকে পরে থাকতে হতে পারে মাস্ক।

Related Articles