দেশনিউজ

এবার ভারতেও হানা দিলো করোনার নতুন স্ট্রেন, উদ্বেগে চিকিৎসামহল

Advertisement
Advertisement

অবশেষে ভারতে চলেই এলো করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন। ব্রিটেন থেকে যে করোনা ভাইরাসের স্ট্রেইনটি নিয়ে চিন্তিত ছিলো ভারতবাসী, তা অবশেষে চলেই এল ভারতে। এই নতুন স্ট্রেইন নিয়ে বিশ্ববাসী চিন্তায়, কারণ প্রায় ৭০ শতাংশ বেশি সংক্রামক স্ট্রেইন এটি।

ব্রিটেন ফেরত ছয় ভারতবাসীর দেহ থেকে মিললো এই ভাইরাসটি। এর মধ্যে তিনজনকে রাখা হয়েছে মেডিক্যাল স্কুল অফ বেঙ্গালুরুতে। বাকি তিনজনের মধ্যে দুজন আছেন সিসিএমবি তে এবং একজন এনআইভি পুণেতে।

এই নতুন স্ট্রেইনটি যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য বিভিন্ন দেশে নতুন করে জারি হয়েছিলো লকডাউন। ভারতেও ব্রিটেন ফেরত বিমানগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো, তবু হয়নি শেষরক্ষা। এদের প্রত্যেককে আলাদা করে রেখে চিকিৎসা করা হচ্ছে।

করোনার টিকা এসে গেলেও নতুন স্ট্রেইনটি নিয়ে চিন্তিত সকলেই। টিকা নতুন প্রজাতিটিকে রুখতে পারবে কিনা, তা নিয়েও চিন্তায় বিশ্ববাসী। ভারত এই প্রজাতিটি থেকে এতোদিন মুক্ত থাকলেও এবার ভারতেও এই প্রজাতির প্রবেশ ঘটে গেলো।

Related Articles