দেশনিউজ

বড় ফন্দি করছে ড্রাগনের দেশ, LAC বরাবর বিরাট সংখ্যক লাল ফৌজ মোতায়েন চীনের

লাল ফৌজ হোটান বায়ুসেনা ঘাঁটিতে জে-২০ ফাইটার জেট সহ একাধিক যুদ্ধ বিমান জড়ো করেছে বলে জানা গেছে।

Advertisement
Advertisement

লাদাখ সীমান্তে উত্তেজনা তুঙ্গে। এই সীমান্তে সংঘাত কমানোর জন্য দুই দেশের মধ্যেই আলোচনা চলছে। কিন্তু চীনা সেনা থামছেই না। বিভিন্ন পরিকল্পনা করেই চলেছে যা তাদের গতিবিধি দেখে বোঝাই যাচ্ছে। সূত্রের খবর, লাদাখের এলএসি বরাবার বিপুল সংখ্যক সেনা মোতায়েন করতে শুরু করেছে চীন। লাল ফৌজ হোটান বায়ুসেনা ঘাঁটিতে জে-২০ ফাইটার জেট সহ একাধিক যুদ্ধ বিমান জড়ো করেছে বলে জানা গেছে। এই চীনাঘাঁটি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে মাত্র ৩১০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

গত ১ সেপ্টেম্বর চীনা সেনারা প্রকৃত নিয়ন্ত্রণরেখার রেচিন লা-র কাছে এক ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে। এছাড়া পাঙ্গুর লেকের কাছাকাছি আরও ২ ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে চীন। এছাড়াও সোমবার রাতে পূর্ব লাদাখে প্যাংগং লেকের দক্ষিণে চুশুলের মুরখিতে ঢোকার চেষ্টা করেছিল চীনা সেনা। যদিও তা সফল হতে দেয়নি ভারতীয় সেনা।

এদিকে রেচিন লা ও রেঝান লা দখল করে নেয় ভারতীয় সেনা। আর এর ফলে এখান থেকে চিনের মলদো সেনাঘাঁটির ওপরে নজর রাখতে পারবে ভারতীয় সেনা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো নয়। ক্রমেই সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

Related Articles