নিউজঅর্থনীতি

ধনতেরাসের আগে একধাক্কায় অনেকটাই কমল সোনা দাম, জেনে নিন আজকের বাজারদর

হাতেগোনা আর কিছুদিন আর তারপরেই দীপাবলীর আনন্দে মেতে উঠতে চলেছেন সকলে। আর দীপাবলি মানেই ধনতেরাসে সোনা কিনবেন অনেকেই। ধনতেরাসে সোনা কেনা ধন সম্পত্তি বৃদ্ধির প্রতীক,তার ফলে অনেকেই চান সেইদিন ঘরে সোনা আনতে। তবে দিন দিন যেভাবে সোনার দাম বৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষের পক্ষে সোনা কেনা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তবে সম্প্রতি কিছুটা পড়েছে সোনার দাম। কত হলো সোনার দাম চলুন জেনে নিই।

গত সোমবার অনেকটাই কমেছে সোনার দাম এবং সোমবারের পর মঙ্গলবারেও কমেছে সোনার দাম ফলে এক ধাক্কায় অনেকটাই কমলো সোনার দাম। ধনতেরাসের আগে এভাবে সোনার দাম কমায় আনন্দে রয়েছেন সকলেই। গত এক সপ্তাহে সোনার দাম সর্বনিম্ন লক্ষ্য করা গেছে। যার ফলে এখন সোনা কেনার আদর্শ সময়।

10 গ্রাম সোনার 22 ক্যারেটের দাম কমেছে প্রায় 700 টাকা এবং 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম কমেছে 770 টাকা। আজ কলকাতায় 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 4665 টাকা অর্থাৎ 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 46650 টাকা এবং 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 5089 টাকা অর্থাৎ 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 50890 টাকা।

অন্যদিকে রুপোর দামও কমেছে অনেকটা। এক কেজি রুপোর দাম কমেছে প্রায় 600 টাকা। এক কেজি রুপোর বাটের দাম 58,500 টাকা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার দাম। গত সোমবার আন্তর্জাতিক বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম ছিল 1688.61 মার্কিন ডলার যা গত মঙ্গলবার কমে হয়েছিল 1667.08 মার্কিন ডলার এবং আজ হয়েছে 1671.15 মার্কিন ডলার।