নিউজদেশ

এবার ট্রেনের থেকেও সস্তা প্লেনের টিকিট! Air-India,SpiceJet-এর এই দুর্দান্ত অফার হাতছাড়া করবেন না

সময় বাঁচাতে এবং তাড়াহুড়োর ক্ষেত্রে ট্রেনের থেকে ফ্লাইটকেই বেশি পছন্দ করেন সকলে। কিন্তু ফ্লাইটের টিকিটের অত্যাধিক দামের কারণে সব সময় ফ্লাইটের সুবিধা গ্রহণ করতে পারেন না সকলে। তবে এবার এয়ারলাইন্স কোম্পানিগুলির পক্ষ থেকে নিয়ে আসা হল এমন অফার যার ফলে ট্রেনের টিকিটের থেকেও কমমূল্যে পাবেন ফ্লাইট এর টিকিট। জনপ্রিয় এয়ারলাইন্স কোম্পানি Air India এবং Spice Jet নিয়ে এলো এমন একটি অফার যার ফলে ট্রেনের টিকিটের থেকেও কম দামে পাওয়া যাবে ফ্লাইট এর টিকিট।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই অফার শুরু করেছে এই এয়ারলাইন্স কোম্পানিগুলি। যার ফলে অতি কম মূল্যে সকলে ফ্লাইটে যাত্রা করার সুবিধা পাবেন। তবে মনে রাখবেন, এই দুটি এয়ারলাইন্স কোম্পানি শুধুমাত্র ডোমেস্টিক ক্ষেত্রেই যাত্রীদের এই অফার দেবে। এর পাশাপাশি ইকোনমিক ক্লাসের যাত্রীদের জন্য দেওয়া হবে বিশেষ ছাড়। এই অফারে অন্তর্ভুক্ত করা হয়েছে দেশের ৪৯ টিরও বেশি শহর।

এয়ার ইন্ডিয়ার অফারের মাধ্যমে মাত্র ১,৭০৫ টাকায় যাত্রীরা এয়ার ইন্ডিয়ার মাধ্যমে যাত্রার সুবিধা পাবেন। এই অফার ২৪ শে জানুয়ারি থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত কার্যকরী থাকবে। অন্যদিকে Spice Jet এর পক্ষ থেকে ডোমেস্টিক ফ্লাইটে দেওয়া হবে, প্রায় ২৬ শতাংশ ছাড়। এই ছাড় দিয়ে টিকিটের মূল্য রয়েছে মাত্র ১,১২৬ টাকা। যা ট্রেনের ফাস্ট এবং সেকেন্ড ক্লাস টিকিটের মূল্যের চেয়ে অনেক কম।

Spice Jet এর এই অফার ২৪ শে জানুয়ারি থেকে ২৯শে জানুয়ারি পর্যন্ত কার্যকরী থাকবে। তাই এখন আপনার যদি কোথাও যাওয়ার পরিকল্পনা থেকে তাকে তবে আর দেরি না করে আজই কেটে ফেলুন টিকিট। এই অফারগুলিতে যদি আপনি টিকিট কাটতে চান তবে Air India এবং Spice Jet এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারেন।