নিউজরাজ্য

রাজ্যের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, বেতন ৩১ হাজার টাকা, আবেদন চলছে

আপনি কি সরকারি চাকরির খবর নিচ্ছেন! জানতে চান বর্তমানে কি কি বিজ্ঞপ্তি বেরিয়েছে! বর্তমানে প্রতিযোগিতায় কেবল চাকরির জন্য পড়লেই হবে না প্রতি মুহূর্তে রাখতে হবে প্রত্যেক পরীক্ষা, বিজ্ঞপ্তির আপডেট। আজ এমনই চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আমরা।

সম্প্রতি রাজ্যের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, সময়সীমায় বা কি তার সমস্ত তথ্য দেওয়া রইল নিম্নে-

Employment No

পদের নাম- junior Research Fellow

শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে chemistry-তে Master’s degree করা থাকতে হবে। নম্বর থাকতে হবে 55%

বেতন- প্রতিমাসে ৩১ হাজার টাকা

আবেদনের পদ্ধতি- প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটোকপি, সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে নিতে হবে। আর সেগুলো পাঠিয়ে দিতে হবে PDF Format -এ নিম্নলিখিত ইমেইলে

koena.chem@presiuniv.ac.in এতেই ইমেইল করে পাঠিয়ে দিতে হবে প্রয়োজনীয় তথ্য।

তবে অবশ্যই এই সমস্ত কাজ করতে হবে ভীষণ তাড়াতাড়ি কারণ আবেদনের শেষ তারিখ 6th February 2023.

Official Notification: Download Now
Official Website: Click Here

এছাড়াও আরো অন্যান্য চাকরির পরীক্ষার খবর জানতে চোখ রাখুন এখানের প্রতিবেদনগুলিতে।