হবু মা এবং মায়েদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্কিম নিয়ে আসে কেন্দ্র ও রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকমই একটি স্কিম আনা হয়েছিল ২০১৭ সালে। যার মাধ্যমে বাড়িতে সন্তান জন্মগ্রহণ করলেই বেশ কিছু আর্থিক সহায়তা পাওয়া যাচ্ছে। এই স্কিমটির নাম ‘প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা’। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই স্কিমের সুবিধা এবং শর্তগুলি সম্পর্কে।
ASHA বা ANM এর মাধ্যমে একজন মা এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। একইসাথে অনলাইনেও আবেদন করা যাবে।
এই সুবিধা পাওয়ার জন্য সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে প্রসব হওয়া জরুরী।
মায়েদের তিন কিস্তিতে যথাক্রমে ১ হাজার, ২ হাজার ও ২ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে। তবে সরকারি চাকরি করা মহিলারা এই সুবিধা পাচ্ছেন না।
প্রথমে গর্ভবতী মহিলা এবং তার স্বামীর আধার কার্ড, ব্যাংকের পাসবুক এবং ফটো লাগবে এই সুবিধায় নাম অন্তর্ভুক্ত করার জন্য।
আসলে এই স্কিমের মূল উদ্দেশ্য হলো গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের পুষ্টির জন্য আর্থিক সাহায্য প্রদান করা। যেটি ২০১৭ সালের ১লা জানুয়ারী থেকে শুরু হয়েছিল।